X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারের দুই পৌরসভায় নৌকার জয়

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ০৩:৪৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৩:৪৩

মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভা দুটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কুলাউড়া পৌরসভায় মেয়রপ্রার্থী সিপার উদ্দিন আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাজান মিয়া জগ প্রতীকে পেয়েছেন চার হাজার ৬৮৫ ভোট। কামাল উদ্দিন আহমদ জুনেদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৭৭৬ ভোট, আর নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. শফি আলম ইউনুস পেয়েছেন দুই হাজার ৯৯৪ ভোট।

এদিকে কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জুয়েল আহমদ পেয়েছেন পাঁচ হাজার ২৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মো. হেলাল মিয়া (জগ) পেয়েছেন দুই হাজার ৮০৬ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) পেয়েছেন দুই হাজার ৭৮৭ ভোট ও বিএনপি প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩০১ ভোট। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৯০৫ জন ভোটারের মধ্যে ১১ হাজার ২১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, বাতিল হয় ৫৯টি ভোট। মেয়র পদে চার জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে দেওয়ান আব্দুর রহিম মুহিন, ২ নম্বর ওয়ার্ডে সৈয়দ জামাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে আনসার শোকরানা মান্না, ৪ নম্বর জসিম উদ্দিন সাকিল, ৫ নম্বর ওয়ার্ডে মো. ছাদ আলী, ৬ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম রুহেল, ৭ নম্বর ওয়ার্ডে গোলাম মুগ্নি মুহিত, ৮ নম্বর ওয়ার্ডে আহাদুর রহমান বুলু ও ৯ নম্বর ওয়ার্ডে বখতিয়ার খান জয় পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মুসলিমা বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে আয়েশা সিদ্দিকা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে শাপলা আক্তার নির্বাচিত হন।

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা