X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টেলিভিশনের জন্য নির্মাণ করছেন ডিপজল

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৮:৪২আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:২৭

দুবাই থেকে চিকিৎসা নিয়ে মনোয়ার হোসেন ডিপজল দেশে ফিরেছেন বেশ কিছুদিন হলো। এবার কাজে ফেরার পালা।

তার ভক্তদের জন্য সুখবর হলো, এই অভিনেতা-প্রযোজক শুরু করেছেন নতুন চলচ্চিত্র। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্র’র ব্যানারে তৈরি করছেন নতুন ছবি। নাম ‘মানুষ কেন অমানুষ’। তবে এর বিশেষত হলো, এটি তৈরি হচ্ছে টেলিভিশনের জন্য।


ডিপজলের নিজের গল্পে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। গতকাল (১৫ জানুয়ারি) সাভারে ডিপজলের শুটিংবাড়িতে মহরতের মধ্যদিয়ে এর কাজ শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে ডিপজলের সঙ্গে অভিনয় করছেন জয় চৌধুরী ও মৌ খান।

ডিপজল বলেন, ‘মূলত একটি টেলিভিশন চ্যানেলের জন্য ছবিটি নির্মাণ করছি। বেশ কিছুদিন হলো পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে আমি কাজ করছি। এমন কয়েকটি কাহিনি হয়তো শিগগিরই দেখা যাবে।’

নতুন ছবিতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। এরপর খলচরিত্রে অভিনয় করে নতুন একটি ধারা তৈরি করেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি বহু ব্যবসাসফল ছবির প্রযোজক তিনি। যার মধ্যে আছে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’-এর মতো চলচ্চিত্র। সর্বশেষ ডিপজল প্রযোজিত ও অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি দেখেছেন দর্শক।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…