X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আঙুলের ছাপই বড় সমস্যা!

গাজীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১৫:২১আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৫:২১

কনকনে ঠান্ডার মধ্যেও ছেলের সঙ্গে ভোট দিতে আসেন পঞ্চাশোর্ধ ফিরুজা বেগম। কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ না মেলায় পরপর দুই বার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। তাই ভোট না দিয়েই বাড়ি ফিরে যান ওই ভোটার। কয়েকটি কেন্দ্রে অনেক ভোটারের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) না মেলায় তারা ভোট দিতে পারেননি।

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে ভোট দিতে এসে এমন বিড়ম্বনার কথা জানিয়েছেন অনেকে। তবে ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা আঙুলের ছাপ না মেলা ভোটারদের বাড়ি থেকে সাবান-পানি দিয়ে ভালো করে আঙুল পরিষ্কার করে আবার ভোট দিতে আসার পরামর্শ দিচ্ছেন। শ্রীপুর পৌরসভা নির্বাচন

ভোট দিতে না পেরে ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা) কেন্দ্রের নতুন ভোটার খাদিজা (১৮ বছর ৯মাস) আক্ষেপের সুরে বলেন, দুই বার ভোট দিতে গেলাম। কিন্তু মেশিনে আঙুলের ছাপ ওঠে না। ভোটকেন্দ্র থেকে বলছে তালিকায় নাম না থাকা এবং আঙুলের না মেলায় ভোট দিতে পারবো না। তাই বাড়ি ফিরে যাচ্ছি।

ওই ভোটকেন্দ্রে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থীর এজেন্ট জানান, যাদের বয়স পঞ্চাশের বেশি তাদের আঙুলের ছাপ মেলাতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সকাল থেকে একটু ঠান্ডা থাকলেও ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

প্রথমবারের মতো শ্রীপুর পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট হচ্ছে। এতে আঙুলের ছাপ না মেলা সংক্রান্ত ভোটারদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে লোহাগাছ ফোরকানীয়া মাদ্রাসায় (পুরুষ) ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ-আল ফারুক বলেন,  এ কেন্দ্রে সাতটি বুথে দুই হাজার ৪৮৮টি পুরুষ ভোট রয়েছে। সকাল থেকে এ পর্যন্ত প্রায় ১৫ জনের হাতের ছাপ মেশিনে মেলেনি। বয়স্কদের আঙুলের ছাপ নিয়ে একটু সমস্যা হচ্ছে। শ্রীপুর পৌরসভা নির্বাচন

৭নম্বর ওয়ার্ডের ২নম্বর সিএন্ডবি এলাকার বাসিন্দা নারী ভোটার রাজিয়া বেগম বলেন আগে কখনও ইভিএমে ভোট দেয়নি। তবে ইভিএমে ভোট দেয়া খুব সহজ। আমার কাছে আগের পদ্ধতি থেকে এটাই ভালো মনে হচ্ছে। এ পদ্ধতিতে ভোটে চুরি-চামারি করার সুযোগ নেই।

৯নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী আমজাদ হোসেন বলেন, নতুন পদ্ধতিতে প্রথমে একটু সমস্যা হবেই। প্রথম প্রথম যোগ-বিয়োগ করতে গেলেও ভুল হয়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে আমার কাছে ভোটের সার্বিক পরিস্থিতি খুব ভালো মনে হচ্ছে।

শ্রীপুর পৌর নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) না মেলায় কিছু সংখ্যক ভোটার ভোট দিতে পারেননি। আমাদের মোবাইল টিম নির্বাচনি মাঠে রয়েছে। ৩টার পর তাদের আসতে বলা হয়েছে। সবার ভোট নেওয়া হবে। কেউ ভোট না দিয়ে যাবেন না।

ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকের আঙ্গুলের ছাপ না মেলার খবর পেয়েছেন বলে জানান শ্রীপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ। তিনি জানান, আমি ঢাকা কন্ট্রোল রুমে কথা বলেছি। দুপুরের পর সার্ভার ঠিক হয়ে যাবে। যারা ভোট দিতে আসছে তারা কেই ভোট না দিয়ে যাবেন না। সবাইকে ভোট দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

মুখে মাস্ক থাকলেও নেই সামাজিক দূরত্ব

স্বাস্থ্য বিধি মানার জন্য আগেই প্রিজাইডিং অফিসাদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। এতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে মনে করছেন অনেকে।

সকাল থেকেই শীত উপেক্ষা করে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারদের চাইতে নারী ভোটারদের সংখ্যা বেশি। শ্রীপুর পৌরসভা নির্বাচন

৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মাসুদ ইবনে মোবারক (৪০) নামে এক ভোটার জানান, শীতে করোনা সংক্রমণ বেড়ে চলছে। ভোট কেন্দ্রে সবাই মাস্ক পরলেও লাইনগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মনে করেন তিনি।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আরেক ভোটার সুমি আজাদ বলেন, অনেক মানুষ ভোট দিতে এসেছেন। কিন্তু সামাজিক দূরত্ব মানার কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ইস্তাফিজুল হক আকন্দ বলেন, স্বাস্থ্য বিধি মানার জন্য আগেই প্রিজাইডিং অফিসাদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে কিছুটা সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না।

তবে, করোনায় সামাজিক দূরত্ব মানার জন্য ভোট গ্রহণে দেরি হলেও কেন্দ্রে উপস্থিত ভোটারদের নির্দিষ্ট সময়ের পরেও তাদের ভোট গ্রহণ করার জন্য প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়