X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যশোরের আ.লীগ নেতা বিপু করোনা পজিটিভ

যশোর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ২২:১০আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:১০

যশোরের আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) আসা ফলাফলে এ তথ্য জানা গেছে। যশোরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১১ জানুয়ারি) রাত আটটার দিকে শহরের পুরাতন কসবায় নতুন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সাদা পোশাকে থাকা কয়েক পুলিশ সদস্যের সঙ্গে তুচ্ছ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলযোগ হয়। দলের কর্মীরা ইমরান নামে এক পুলিশ সদস্যকে মারপিট এবং অপহরণ করে পাশের আবু নাসের স্মৃতি সংসদ ক্লাবে নিয়ে যায়। ওই সময় সেখানে দলের শহর কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুও ছিলেন।

খবর পেয়ে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা ইমরানকে উদ্ধার ও মাহমুদ হাসান বিপুসহ চার জনকে হেফাজতে নেয়। প্রায় ১৯ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর রাতেই গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

বিপুর অভিযোগ, পুলিশ হেফাজতে নিয়ে তাকে নির্মমভাবে বেধড়ক মারপিট করা হয়েছে। এরপর ১৩ জানুয়ারি বুধবার হাসপাতালে ভর্তি থাকাকালে কর্তৃপক্ষ তার করোনা আছে কিনা নিশ্চিত হতে পরীক্ষার উদ্যোগ নেয়।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফ আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতা বিপুর শরীরে করোনার অস্তিত্ব আছে কিনা তা নিশ্চিত হতে অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। এতে রিপোর্ট নেগেটিভ আসে। নিয়মানুযায়ী ওই নমুনার পিসিআর পরীক্ষা করাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, গত ১৩ জানুয়ারি যশোর জেনারেল হাসপাতাল থেকে মাহামুদ হাসান বিপু, বাবা- এসএম আলী হোসেন, পুরাতন কসবা কাজীপাড়া ঠিকানার একজনের নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ আসা ফলাফলে ওই নমুনায় করোনা পজেটিভ এসেছে।

আরও পড়ুন:
পুলিশ সদস্যকে মারধর, যশোর শহর আ. লীগের সম্পাদকসহ ৪ জন হেফাজতে

১৯ ঘণ্টা পর মুক্ত যশোরের আ.লীগ নেতা বিপু

আ.লীগ নেতা বিপুকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হচ্ছে

যশোরে দুই কাউন্সিলরসহ চার আ. লীগ নেতার বাড়ি মধ্যরাতে ভাঙচুরের অভিযোগ

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন