X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিনেমা মুক্তির পর জমা পড়লো সেন্সর বোর্ডে!

বিনোদন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২১, ১৫:১৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৪:৪৭

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়লো শাকিব খানের ‘নবাব এলএল.বি’। মুক্তির পর কোনও ছবি সেন্সরের জন্য জমা পড়লো- ইতিহাসে সম্ভবত এমন ঘটনা প্রথম!

বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সেন্সরসূচি অনুযায়ী ছবিটি আগামী ১৯ জানুয়ারি বিকাল ৪টায় বোর্ড সদস্যরা দেখবেন।

১৬ ডিসেম্বর ছবিটির অর্ধেক মুক্তি পায় আই থিয়েটার নামের একটি অ্যাপে। এরপর ২৪ ডিসেম্বর রাতে ছবিটির একটি দৃশ্যে পুলিশকে ‘হেয়’ করার অভিযোগে গ্রেফতার করা হয় এর পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে। পুলিশের করা পর্নোগ্রাফি মামলায় দুজনকেই কারাগারে প্রেরণ করেন আদালত।

১১ জানুয়ারি দুজনেই জামিন পেয়ে মুক্ত হন। মূলত জামিনের পরই ছবিটি সেন্সরের জন্য জমা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে কি ছবিটি এবার প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা ও প্রযোজক। নাকি মামলা ও জামিনের সূত্র ধরেই এটিকে সেন্সরে জমা দেওয়া হলো! কারণ, ওয়েবের জন্য তো ছাড়পত্রের প্রয়োজন নেই।

জবাবে প্রযোজক আজমত রহমান বলেন, ‘ছবিটি হলে মুক্তির কোনও ইচ্ছা নেই আমাদের। এটা অ্যাপেই চলবে। আবার পুলিশের মামলার বিষয়ও নেই এখানে। ছবিটি সেন্সরে জমা দেওয়া আনুষ্ঠানিকতা মাত্র।’

তবে কি অভিযুক্ত দৃশ্য ও সংলাপ সম্পাদন করেই ছাড়পত্রের জন্য জমা পড়েছে নবাব? আজমত রহমান বলেন, ‘ছবির দৈর্ঘ্য আগে বড় ছিল। সেটা কমানো হয়েছে এবার। কিন্তু মূল গল্পের কিছুই বাদ দেওয়া হয়নি। তবে কিছু সংলাপ মিউট করা হয়েছে।’

শাকিব খান অভিনীত ‘নবাব এলএল.বি’ ছবির অন্যান্য চরিত্রে আরও আছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা