X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কমিটির বিরুদ্ধে অভিযোগ থাকলে কেন্দ্রে জমা দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২১, ১৪:১৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৬:৩৯

দলের তৃণমূল ও সহযোগী সংগঠন এবং কেন্দ্রীয় উপ-কমিটিরসহ অনুমোদিত কোনও পর্যায়ের কমিটির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা কেন্দ্রে জমা দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার সুযোগ সবচেয়ে বেশি বলে দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার ভিতকে আরও মজবুত করতে আমরা সচেষ্ট। দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগকে আরও পরিচ্ছন্ন, আধুনিক এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার দল হিসেবে রূপান্তর করতে চাই।’

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ে কমিটি উপ-কমিটি এবং সহযোগী সংগঠনসমূহের কমিটি গঠন করেছে এবং অনুমোদন দিয়েছে। এসব গঠিত কমিটির বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারও সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে। তাই যেকোনও কমিটির বিষয়ে যেকোনও অভিযোগ থাকলে ধানমন্ডি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে জমা দেওয়া যাবে।’  

শনিবারের পৌরসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ নির্বাচনে প্রচার কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জনগণ ভোটাধিকার প্রয়োগে উৎসাহ উদ্দীপনার সঙ্গে অপেক্ষা করছেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিতে গিয়ে কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন সরকারকে নাকি জনগণ ক্ষমা করবে না। প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই জননেত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে। দেশের মানুষ বিএনপিকে ক্ষমা করেনি বলে তারা ক্রমান্বয়ে একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হচ্ছে। মানুষ তাদের ক্ষমা করেনি বলেই এখনও বিএনপি অতীতের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করছে।’

নরসিংদী পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন পরিবর্তনের কারণ উল্লেখ করে তিনি বলেন, নরসিংদী পৌরসভার মেয়র পদের প্রার্থীর বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ আইনগত অভিযোগ পাওয়ায় আমরা পরিবর্তন করেছি। নতুন একজনকে মনোনয়ন দিয়েছি।

/ইএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি