X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মিথ্যা ঘোষণায় আনা ২ কন্টেইনার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৯

রফতানিমুখী পোশাক শিল্পের নামে চীন থেকে আনা দুই কন্টেইনার পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম কন্টেইনার দুটি জব্দ করেন। বুধবার (১৩ জানুয়ারি) কাস্টম হাউসের সহকারী কমিশনার (এআইআর শাখা) রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। চালানটির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান প্রায় এক কোটি ৪০ লাখ টাকা শুল্কফাঁকির অপচেষ্টা করেছিল বলে তিনি জানান।

রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈশ্বরদী ইপিজেডের রফতানিমুখী প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের নামে ব্লিচড ফেব্রিক ঘোষণায় চীন থেকে দুই কন্টেইনার পণ্য আমদানি করা হয়। আসার পর একটি কন্টেইনার প্রায় দেড় মাস, অপরটি ২০ দিন অতিবাহিত হলেও পণ্য খালাসের জন্য আমদানিক প্রতিষ্ঠান কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। একপর্যায়ে ওই দুটি কন্টেইনারে ঘোষণা বহির্ভূত পর্দা ও সোফার কাপড় আছে বলে আমরা গোপন সংবাদ পাই। সেই তথ্যের ভিত্তিতে  অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কন্টেইনার দুটির বিএল ব্লক করে রাখে। এরপর কাস্টম কমিশনারের নির্দেশে কনটেইনার দুটি ফোর্স কিপডাউন করে কায়িক পরীক্ষার উদ্যোগ নেন এআইআর শাখার কর্মকর্তারা।’ 

তিনি আরও বলেন, ‘পণ্য পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমদানিকারকের প্রতিনিধিকে মৌখিকভাবে অনুরোধ করে এআইআর টিম। সে অনুযায়ী তারা জানায়, কন্টেইনার দুটি তাদের প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত নয় এবং কেউ তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্যচালান দুটি আমদানি করেছে। কমিশনার মহোদয়ের নির্দেশে কন্টেইনার দুটি ফোর্স কিপ ডাউন করে কায়িক পরীক্ষার উদ্যোগ নেন এআইআর শাখার কর্মকর্তারা। আজ কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্য শিল্পের কাঁচামালের পরিবর্তে পাওয়া যায় প্রায় ৪০ মেট্রিক টন পর্দা ও সোফার কাপড়। দেড় কোটি টাকা মূল্যের এই চালানে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা