X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্যানিক অ্যাটাক নাকি হার্ট অ্যাটাক? 

আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং বুকে তীব্র ব্যথা অনুভব করছেন- এটি হার্ট অ্যাটাক নাকি প্যানিক অ্যাটাক?
হার্ট অ্যাটাক এবং প্যানিক অ্যাটাকের মধ্যে পার্থক্য করা বেশ কঠিন হতে পারে। কারণ দুটোর লক্ষণ কম-বেশি একই রকম। অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগজনক পরিস্থিতি প্যানিক অ্যাটাকের প্রধান কারণ। তবে তা হার্ট অ্যাটাকের কারণও হতে পারে। উদ্বিগ্নতায় ভোগা বেশিরভাগ লোককে জরুরি অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। প্যানিক অ্যাটাক এবং হার্ট অ্যাটাকের পার্থক্য জানা আমাদের জন্য বেশ জরুরি। 

জুবায়ের ইবনে কামাল
১৩ জানুয়ারি ২০২১, ১৬:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৬:০০

হার্ট অ্যাটাক কী?
হার্ট অ্যাটাক হয় যখন হার্টে রক্ত এবং অক্সিজেন সরবরাহ করার ধমনীকে বাধার মুখে পড়তে হয়। এটি হৃৎপিণ্ডের পেশীগুলিতে রক্ত এবং অক্সিজেনের প্রবাহকে সংকীর্ণ করে তোলে। কিছু হার্ট অ্যাটাক তাৎক্ষণিক এবং মারাত্মক হতে পারে। আবার এর বাইরেও বড় কোনও ঘটনা যা জীবনযাত্রা এবং ডায়েটে প্রয়োজনীয় পরিবর্তনের কারণে অ্যাটাক ঘটতে পারে।

হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে-
১. বুকের ভেতর অস্বস্তি
২. বুকের উপরিভাগ ভারী মনে হওয়া
৩. বদহজম
৪. শ্বাসকষ্ট

প্যানিক অ্যাটাক কী?
অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ এবং তীব্র ভয়; যা কয়েক মিনিটের মধ্যে মারাত্মক পর্যায়ে পৌঁছে গেলে প্যানিক অ্যাটাক দেখা দিতে পারে। বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে আতঙ্কজনক কোনও ঘটনার সম্মুখীন হলে এটি তাৎক্ষণিকভাবে ঘটতে পারে। কিছু ক্ষেত্রে প্যানিক অ্যাটাকের কোনও সুস্পষ্ট লক্ষণ দেখা যায় না।

সাধারণ লক্ষণগুলো হলো-
১. বুকে ব্যাথা
২. হৃৎপিণ্ডের ধুকপুকানি
৩. অতিরিক্ত ঘাম
৪. মৃত্যুর ভয় ভর করা
৫. মাথা ঘোরা

পার্থক্য
যদিও উভয় দশার লক্ষণগুলো প্রায় একই, তবে তাদের ফলাফল একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। প্যানিক আক্রমণে কেউ হয়তো শ্বাসকষ্টটাকে কিছুক্ষণের মধ্যেই কমিয়ে আনতে পারে। তবে হার্ট অ্যাটাক জীবনের জন্য মারাত্মক হুমকি। হার্ট অ্যাটাক এবং প্যানিক অ্যাটাকের মধ্যে সবচেয়ে বড় মিল হলো বুকে ব্যথা। ব্যথার বৈশিষ্ট্যগুলো উভয় ক্ষেত্রে প্রায়ই পৃথক হয়।

হার্ট অ্যাটাকে বুকের ব্যথা মাঝ থেকে শুরু হয় এবং বাহু, চোয়াল বা কাঁধের দু’দিকে ছড়িয়ে পড়ে
প্যানিক আক্রমণে বুকের মাঝখানে তীক্ষ্ণ এবং ছুরিকাঘাতের মতো ব্যথা অনুভূত হয়। অপরদিকে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকের দিকে চাপ অনুভূত হয়। হার্ট অ্যাটাকে বুকের ব্যথা মাঝ থেকে শুরু হয় এবং বাহু, চোয়াল বা কাঁধের দু’দিকে ছড়িয়ে পড়ে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’