X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুবির মেগা প্রজেক্টে শকুনের দৃষ্টি অব্যাহত আছে: কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ২১:৪২আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:৪২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প ‘মেগা প্রজেক্ট’ এ শকুনের দৃষ্টি অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতার ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘আপনারা মুখে বলেন আমি অভিভাবক, কিন্তু আপনারা কেউ আমাকে অনুসরণ করেন না। হিংসা-বিদ্বেষ অব্যাহত রাখলে কুবির মেগা প্রজেক্ট বন্ধ হতে পারে। এখানে শুকুনের দৃষ্টি অব্যাহত আছে। তাই আমাদের সাবধান থাকা উচিত। কোনোভাবেই এই প্রজেক্টের কাজ নষ্ট হতে দেওয়া যাবে না।’

আজ রবিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়। এরপর ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয়।

এসময় উপাচার্য আরও বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল ১৯৭১ সালে। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতাটি ছিল অসম্পূর্ণ। সেই স্বাধীনতাটিই পরিপূর্ণ হয়েছিল আজকের এই দিনে অর্থাৎ ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে।'

আলোচনা সভার আগে শিক্ষক সমিতি ও শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এরপর উপাচার্যের নেতৃত্বে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা