X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শীতার্তদের হাতে পৌঁছে গেল মিমের উপহার

বিনোদন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২১, ২০:৫৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:০০

সাংস্কৃতিক আয়োজন বা উৎসব পার্বণ- সবসময়ই নিজ এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বিদ্যা সিনহা মিম।

এমনকি যেকোনও দুর্যোগেও মেলে দিয়েছেন তার প্রশস্ত হাত। তাই এবারও তিনি শীতবস্ত্র তুলে দিলেন গরিবদের মাঝে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর নিজ এলাকা রাজশাহীর বাঘায় আজ (৬ জানুয়ারি) এগুলো বিতরণ করেছেন তিনি।

তবে ব্যস্ততার কারণে নিজে হাজির হতে পারেননি মিম।

এই অভিনেত্রী বলেন, ‌‘ব্যস্ততার জন্য আমি যেতে পারিনি। আয়োজনটি সম্পন্ন করেছেন আমার মামা স্বপন সাহাসহ অন্যান্য আত্মীয়রা। তাদেরকে সাহায্য করেছেন আমার ফ্যান ক্লাবের সদস্যরা। শীতের তীব্রতার কাছে সম্বলহীন মানুষগুলো হয়ে গেছে অসহায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত। আমার সামর্থ্য অনুযায়ী তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি।’

শীতার্তদের হাতে পৌঁছে গেল মিমের উপহার গত বছর দেশজুড়ে করোনা সংক্রমণের সময়ও মিম এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন। সেসময় বাঘার ৫০০ পরিবারের দায়িত্ব নেন তিনি। নগদ অর্থসহ খাদ্যসামগ্রী প্রদান করতেন এই তারকা।

এদিকে সম্প্রতি মিম কাজ করেছেন ‘দামাল’ ছবির। এটি পরিচালনা করছেন রায়হান রাফি। পাশাপাশি শেষ করেছেন ‘হোয়াট দ্য ফ্রাই’ নামের ওয়েব চলচ্চিত্রের। অনম বিশ্বাস পরিচালিত এ কাজটি আগামী ৯ জানুয়ারি মুক্তি পাবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার