X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘আমার গান’-এ সেরা ৩০ যারা

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২১, ১৩:২১আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৫:৪৬
image

২০২০ সালে শুরু হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিকের উদ্যোগে ‘আমার গান’ শিরোনামে সংগীত বিষয়ক প্রতিযোগিতা। সারাদেশ থেকে পাঠানো ১০ হাজার গানের মধ্য থেকে এখন নির্বাচন করা হয়েছে ৩০ জন প্রতিযোগীকে।

এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন দেশবরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদারসহ বেশ কয়েকজন সংগীতবোদ্ধা।
আয়োজক ধ্রুব মিউজিক জানায়, বিচারকদের স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজারের মধ্য থেকে প্রথমে নির্বাচিত হয় এক হাজার গান। সেখান থেকে নির্বাচিত হয় সেরা ১০০। এরপর চূড়ান্ত ফল বিজয়ী ৩০ জনের নাম ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন বিভাগ থেকে প্রতিযোগীরা বিজয়ী ৩০-এ স্থান করে নেন নিজ প্রতিভায়।

ঢাকা বিভাগ থেকে ১০ জন স্থান করে নেন বিজয়ী ৩০ জনে। এরা হলেন- আহাদ ফাহিম, নিশান্ত আর রহমান যোনেক্স, আহমেদ সজীব, শ্রাবণ সানি, সাম্যব্রত দৃপ্ত, জয়, আকাশ বর্মণ, পাপেল শিকদার, সম্রাট আহমেদ ও অধিকারী সৌরভ।
চট্টগ্রাম বিভাগ থেকে আছেন, সুদীপ্ত শুভ্র, জয়ন্ত কুমার, জ্যোতি, সহদেব সূত্রধর ও রিসাত কাফা।

গৌরব মণ্ডল জন, কাজী পাঞ্জেরি, আব্দুল্লাহ আল মামুন, অজয় দেব ও বাউল রাসেল খুলনা বিভাগ থেকে স্থান পান বিজয়ী ৩০-এ।
রাজশাহী বিভাগ থেকে এস কে বিপুল সরকার, শুভ সুলতান, বেলাল হোসেন রিজু ও এহতেশাম রোমেল আছেন।
অংশুক রায়, নাহিদ হাসান ও পায়গাম রাব্বানী বিজয়ী ৩০-এ আছেন রংপুর বিভাগ থেকে।
সিলেট বিভাগ, বরিশাল বিভাগ ও ময়মনসিংহ বিভাগ থেকে যথাক্রমে তৃষা, এহসান রানা ও অনিরুদ্ধ শুভ সেরা ৩০-এর তালিকায় স্থান করে নেন।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘যারা বিজয়ী ৩০ আসতে পারেননি তাদের জন্য ধ্রুব মিউজিক স্টেশনের প্ল্যাটফর্ম সর্বদা উন্মুক্ত থাকবে। আর যারা বিজয়ী ৩০-এ জায়গা করে নিলেন তাদের জন্য ব্যক্তিগতভাবে আমার অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। আমরা পাশে থেকে তাদের স্বপ্নগুলো সাধ্যমতো বাস্তবায়ন করে যাবো।’

/এম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!