X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
জলের গানের ‘ঢাকানামা’

পোষ্টার-বিলবোর্ডে রাতজাগা প্রেম করে ময়ূরী আর মারজুক...

‘স্লোগান কবিতা দ্রোহে-সময়ের দাবি উড়ে/ পোষ্টার বিলবোর্ডে-রাতজাগা প্রেম করে/ ময়ূরী আর মারজুক।’

বিনোদন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ১৬:১৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৮:১০

গানের মানুষ রাহুল আনন্দ, থিয়েটারেরও। এ শহরের থাকা চারুকলা, কিংবা সেগুনবাগিচার শিল্পকলা অথবা কোনও এক কানাগলি- তাকে ভীষণ টানে, সেটা গানেও।
তাই তো এ শহরকে নিয়ে সুর বুনেছেন নতুন গানে। নাম ‘ঢাকানামা’।

‘আমার দীর্ঘদিনের ইচ্ছে, এই শহরটা নিয়ে গান করার। এ শহর, পথ, গলি, চারুকলা, ঢাকা ভার্সিটি- আমার ভীষণ প্রিয়। আমি যখন এ শহর ছেড়ে বিদেশে যাই, খুব মিস করি। যখন প্লেনে করে ফিরি তখন এ শহরটাকে উপর থেকে দেখব বলে শেষের পথটা আমি ঘুমাতে পারি না। এ শহর তো আমার জীবন থেকে বাদ দিতে পারবো না। সেটাকে নিয়েই গাইতে চেয়েছি’- কথাগুলো বলছিলেন ব্যান্ড জলের গানের অন্যতম এই গায়ক-গীতিকবি।

ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে ফেসবুকে তাৎক্ষণিকভাবে প্রকাশ করেছেন এটি।

গত ২ জানুয়ারি জলের গানের ফেসবুক পেজে এটি অবমুক্ত হয়। যেখানে উঠে এসেছে মশারির সংসার থেকে বুড়িগঙ্গা অবধি।

যার প্রথম কয়েকটি বাক্য এমন- ‘‘অচেনা রাস্তায়- তিনচাকা রিক্সায়/ বিপরীতমুখী চেনা মুখ/ ইট কাঠ পাথরে- উঁকি মারে অন্দরে/ ‘ভালোবাসা’ নামের অসুখ।’’

আবার শেষের দিকে উঠে এসেছে কিছু চরিত্রও। যেমন- ‘স্লোগান কবিতা দ্রোহে-সময়ের দাবি উড়ে/ পোষ্টার বিলবোর্ডে-রাতজাগা প্রেম করে/ ময়ূরী আর মারজুক।’

গানটির গীতিকার রাহুল বললেন, ‘আমি মূলত এ শহরটি ধরতে চেয়েছি। কাওয়ালি আমাদের ঢাকাই সংস্কৃতির বড় অংশ। সেই ঢংয়েই গানটি গাওয়া। আর যে নামটি এসেছে সেটা কবি মারজুক রাসেলও হতে পারে বা কোনও চরিত্রও হতে পারে। সেখানে মূলত অভিনয়ের কথা বলা হয়েছে। তাই অপর নামটি নায়িকা ময়ূরীরও হতে পারে বা এ নগরীর কোনও এক নারীও হতে পারে। একটা সময় তো সিনেমার পোস্টারে ঢাকা ঢেকে যেত। সেই পোস্টারের কথাই বলা হয়েছে।’

জানান, নববর্ষকে স্বাগত জানাতেই একবিকেলের করা একটা লাইভ রেকর্ডিং ছিল গানটি। শিগগিরই নতুন আঙ্গিকে ভিডিও করে এটি অবমুক্ত হবে।

দলটির বর্তমান লাইনআপে রয়েছেন- রাহুল আনন্দ, রানা সরোয়ার, এ বি এস জেম, মাসুম মিয়া, দীপ রায়, মল্লিক ঐশ্বর্য, গোপী দেবনাথ ও ডি এইচ শুভ্র।

/এম/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা