X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নাটোরে তিন পৌরসভায় মেয়র পদে তিন জনের প্রার্থিতা প্রত্যাহার

নাটোর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪

পৌরসভা নির্বাচন ২০২০-২১ নাটোরের নলডাঙ্গা, গোপালপুর ও গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে তিন জন মেয়রপ্রার্থী এবং তিন জন সাধারণ কাউন্সিলরপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর। ওই দিন পর্যন্ত নলডাঙ্গা পৌরসভায় মেয়রপ্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর (স্বতন্ত্র) ছাড়াও ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. আকরাম এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জিল্লুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গোপালপুর পৌরসভায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী জিল্লুর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই পৌরসভার  ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মাসুদ রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে গুরুদাসপুর পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আতিয়ার রহমান ও কাউন্সিলর প্রার্থী সুভাষ কুন্ডু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এর ফলে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নলডাঙ্গায় ৩, গোপালপুরে ৪ ও গুরুদাসপুরে ৬ জনসহ মোট ১৩ মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সংরক্ষিত আসনে নলডাঙ্গায় ১০, গোপালপুরে ১২ ও গুরুদাসপুরে ১৪ জনসহ মোট ৩৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নলডাঙ্গায় ৩৬, গোপালপুরে ৩৫ ও গুরুদাসপুরে ৩৮ জনসহ মোট ১০৯ কাউন্সিলর প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নলডাঙ্গার মেয়র প্রার্থীরা হলেন সাহেব আলী প্রাং (স্বতন্ত্র), আব্বাস আলী (বিএনপি), ও মনিরুজ্জামান মনির (আ.লীগ)। গোপালপুর পৌরসভার মেয়র প্রার্থীরা হলেন মুনজুরুল ইসলাম (স্বতন্ত্র), শেখ আব্দুল্লাহ আল মামুন কচি (বিএনপি), আব্দুল হান্নান (স্বতন্ত্র) ও রোকসানা মোর্তজা লিলি (আ.লীগ)।  গুরুদাসপুর পৌরসভার মেয়রপ্রার্থীরা হলেন মোহাম্মাদ আলী (স্বতন্ত্র), আরিফুল ইসলাম বিপ্লব (স্বতন্ত্র), আব্দুস সালাম (স্বতন্ত্র), আমজাদ হোসেন (স্বতন্ত্র), শাহনেওয়াজ আলী (আ.লীগ) ও আজমুল হক বুলবুল (বিএনপি)।

/আইএ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ