X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুরোপুরি ফিট নন ফেদেরার, অনিশ্চিত অস্ট্রেলিয়ান ওপেনে

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২০, ১৭:১৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:১৬

রজার ফেদেরার। এই বছরের শুরুতে বাম হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন রজার ফেদেরার। আশা করছিলেন, হয়তো অক্টোবরেই কোর্টে ফিরতে পারবেন। কিন্তু বুড়িয়ে যাওয়া শরীর যে তাল মিলিয়ে চলতে পারছে না! আশানুরূপ উন্নতি না হওয়ায় আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনেই প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ফেদেরার। এই বছরের সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হারের পর তাকে আর কোর্টে দেখা যায়নি। এক বাম হাঁটুতেই অস্ত্রোপচার করিয়েছেন দু’বার। যৌথভাবে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লামের মালিক তাই অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে নিজেই সংশয়ে আছেন। সুইজারল্যান্ডে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, ‘আশা করেছিলাম, অক্টোবরেই শতভাগ ফিট হয়ে যাবো। কিন্তু আজও আমি পুরোপুরি ফিট নই। অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

তার পরেও আশা ছেড়ে দিচ্ছেন না ফেদেরার। বলেছেন, ‘এখন দেখা যাক পরবর্তী দুই মাসে কী হয়। উন্নতির জন্য প্রচুর ফিজিও নির্ভর কাজ করছি। এখন দেখা যাক টেনিস আমার জন্য কী রেখেছে।’

অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কথা ১৮ জানুয়ারি। বলা হচ্ছে, করোনার কারণে সেটি পিছিযে যেতে পারে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তার পরেও তিন সপ্তাহের বিলম্ব খুব বেশি উপকারে আসবে না। ফেদেরার তাই বলেছেন, ‘সময়ের সঙ্গে যুদ্ধ বলা যেতে পারে। আমি এখন দেখতে চাই টুর্নামেন্টটা ৮ ফেব্রুয়ারি শুরু হয় কিনা। অবশ্য এটা ঠিক যে, আরও বেশি সময় পেলে সেটা আমার জন্য সুবিধারই হবে।’ 

বিগত ৭০ বছরের সেরা সুইস ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার জিতেছেন ফেদেরার। রবিবার তারই সম্মাননা পেয়েছেন। যাকে ‘অবিশ্বাস্য সম্মাননা’ বলেছেন সুইস কিংবদন্তি।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা