X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মমেক হাসপাতালে আবারও দূর থেকে করোনার রোগী দেখার অভিযোগ

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১২ ডিসেম্বর ২০২০, ২১:৪৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০৪:২২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গেই দেশের অন্য এলাকার মতো ময়মনসিংহেও বাড়ছে করোনা ভাইরাস পজিটিভ এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা। দুই মাস করোনা ইউনিটে রোগীর সংখ্যা কমে গেলেও আবারও হাসপাতালের এই ইউনিটে বাড়ছে রোগীর সংখ্যা। তবে রোগাীদের ও তাদের স্বজনদের অভিযোগ, পিপিই পরলেও আবারও চিকিৎসকরা রোগীর কাছে আসা ছেড়ে দিয়েছেন। দূর থেকে রোগীর বা নার্সের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা দিচ্ছেন তারা। এতে করোনা ইউনিটে ঠিকমতো চিকিৎসা না পেয়ে একজন রোগী মারা গেছেন এমন অভিযোগ তুলেছেন রোগীর স্বজন।

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যা হচ্ছে ৪ হাজার ২৪০ জন। এর মধ্যে আইসোলেশনে আছে ৩১৫জন, চিকিৎসাধীন ৪২ জন এবং এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৪৬ জনের। জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ‘শীত বাড়ার সাথে সাথেই করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে শুরু করেছে। করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।’ 

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যের সঙ্গে মিল নেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ রোগীদের তথ্যের। হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলাম খান জানান, হাসপাতালের নতুন ভবনের ৩টি ফ্লোরে কোভিড রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কেবিন, সাধারণ ওয়ার্ড এবং আইসিইউতে করোনা পজিটিভ ২৬ জনসহ মোট ৯২ জন রোগী ভর্তি আছেন। গত মে মাসে কোভিড-১৯ ইউনিট চালুর পর থেকে এ পর্যন্ত হাসপাতালে ৯০ জন মারা গেছেন। তবে এই মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে রোগী আসেন, জানান তিনি।

ডা. সাইফুল আরও জানান, হাসপাতালে ২০টি কেবিন, সাধারণ ওয়ার্ডের ২২০টি বিছানায় এবং আইসিইউর ২৭টি বিছানা প্রস্তুত আছে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায়।

ময়মনসিংহ মেডিক্যাল লেজ হাসপাতালে এ পর্যন্ত ৯০ জন করোনা রোগী মারা গেছেন কিন্তু, সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে ৪৬ জনের নাম ও তালিকা কেন জানতে চাইলে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, শুধু এ জেলার নয়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে বিভিন্ন জেলা থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন, এদের অনেকেই সুস্থ হয়েছেন, কেউ কেউ মারা গেছেন। সবাই এ জেলার মানুষ নন। প্রতিদিন হাসপাতাল থেকে সিভিল সার্জন অফিসে কোভিড আক্রান্ত ও মৃতদের একটা তালিকা আমাদের কাছে পাঠানো হয়। এখানে এই জেলার অংশটুকুই আমরা গ্রহণ করে থাকি।

এদিকে করোনার প্রকোপ বাড়তে শুরু করায় করোনার চিকিৎসাসেবা নিয়েও ভোগান্তির অভিযোগ তুলতে শুরু করেছেন রোগী ও তাদের স্বজনরা। অনেকেই চিকিৎসকদের বিরুদ্ধে করোনা রোগীদের দূর থেকে চিকিৎসা দেওয়ার অভিযোগ তুলছেন, যে অভিযোগ ছিল এই মহামারির চিকিৎসার শুরুর দিকে। করোনা পজিটিভ হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জেলার তারাকান্দা উপজেলার আলাউদ্দিন আকন্দ(৬৫) নামের এক ব্যক্তির মেয়ে ফরিদা ইয়াসমিন রত্নার অভিযোগ, চিকিৎসকরা তার বাবার শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য কাছে আসেননি।

তিনি বলেন, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে তার বাবাকে গত ১৮ নভেম্বর হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন তিনি। পরে ভর্তি অবস্থায় করোনার নমুনা পরীক্ষা করে জানতে পারেন তার বাবা কোভিড-১৯ পজিটিভ। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২২ নভেম্বর আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর রাত ৩টার সময় তার বাবার মৃত্যু হয়।

রত্না অভিযোগ করেন, হাসপাতালে ভর্তির পর সাধারণ ওয়ার্ডে তার বাবার কাছে না এসে অনেক দূরে দাঁড়িয়ে থেকে চিকিৎসা দিয়েছেন কর্মরত চিকিৎসক। ইনজেকশন দেওয়ার জন্য নার্স রোগীর কাছে গেলেও চিকিৎসকদের কখনও কাছে যেতে দেখেননি তিনি। তারা পিপিই পরে এসেও রোগীর কাছে না গিয়ে দূর থেকে জিজ্ঞেস করতেন রোগীর কোনও সমস্যা আছে কিনা। রত্না আরও  জানান, পিপিই পরিহিত অবস্থায় সম্পূর্ণ সুরক্ষিত থাকার পরও করোনা রোগীদের কাছে না গিয়ে চিকিৎসকদের এরকম আচরণ রোগীদের মনে কষ্টের সৃষ্টি করে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল

করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরা ময়মনসিংহ মহানগরীর চরঈশ্বরদিয়ার ইব্রাহিম খলিল জানান, ‘করোনা পজিটিভ হয়ে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ১২দিন চিকিৎসা নিয়েছি। এই সময়ে একদিনও দায়িত্বরত চিকিৎসকদের কাছে আসতে দেখিনি। কাছে না এসে প্রতিদিন দায়িত্বরত চিকিৎসকরা দূর থেকে আমার খোঁজ খবর নিয়ে চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়েছেন। এটা আমাকে অবাক এবং মনোকষ্টের সৃষ্টি করেছিল। টেলিভিশনে ও ভিডিওতে আমি দেখেছি, খবরে পড়েছি সারাবিশ্বের চিকিৎসকরা এই করোনার সময়েও পিপিই পরে রোগীদের কাছে যাচ্ছেন, শুধু বাংলাদেশেই চিকিৎসকরা থাকেন দূরে। অদ্ভুত একটা ব্যাপার।’

তবে রোগীদের অভিযোগ থাকলেও সব অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিসুর রহমান খান। তিনি জানান, কোভিড-১৯ এর শুরুতে একের পর এক স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসকরা আক্রান্ত হওয়ায় আতঙ্কে অনেক চিকিৎসক রোগীর কাছে না গিয়ে দূর থেকে চিকিৎসা দিয়েছে। তবে এখন আরও সেই আতঙ্ক নাই। অধিকাংশ চিকিৎসক দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। তবে শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ায় এখন তারা সুরক্ষিত থেকে একেবারে রোগীর কাছে গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার বাংলা ট্রিবিউনকে জানান, দায়িত্বরত চিকিৎসকরা হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে, কেবিনে এবং আইসিইউতে ভর্তি থাকা করোনা রোগীদের নিষ্ঠার সঙ্গে চিকিৎসা সেবা দিচ্ছে। এ কারণে ময়মনসিংহ মেডিক্যালে করোনা রোগীর মৃত্যুর হার সবচেয়ে কম জানান তিনি।

প্রসঙ্গত: এ বছরের মার্চের মাঝামাঝি দেশে করোনা রোগীর সন্ধান মেলার পর দেশজুড়ে করোনাভাইরাস নিয়ে তীব্র আতঙ্ক দেখা দেয়। রোগীদের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসকরাও। করোনাকে মহামারি ঘোষণার পর চিকিৎসকদের জন্য মানসম্পন্ন পিপিই ও মাস্ক সরবরাহের তাগিদ থাকলেও সরবরাহকারীদের দুর্নীতির কারণে অনেক চিকিৎসক শুরুতে মানসম্পন্ন পিপিই হাতে পাননি। এদিকে, রোগীর সংস্পর্শে এসে পরপর কয়েকজন চিকিৎসকের মৃত্যু হওয়ায় সরকারি-বেসরকারি হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক রোগীর কাছাকাছি গিয়ে তাদের পর্যবেক্ষণ করা ছেড়ে দেন এমন অভিযোগ ওঠে। অবস্থা এমন দাঁড়ায় যে করোনা ছাড়া অন্য রোগের চিকিৎসা পাওয়াও কঠিন হয়ে ওঠে। আর করোনার রোগী হলেই তাদের আইসোলেশনে পাঠিয়ে দূর থেকে কথা বলতে থাকেন চিকিৎসকরা। তবে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ট্রায়েজ ব্যবস্থাপনার মাধ্যমে এ সমস্যা কাটিয়ে উঠতে থাকে হাসপাতালগুলো। দেশে ঈদুল আজহার পর করোনায় আক্রান্তের সংখ্যা কমে গেলে হাসপাতালগুলোতে পরীক্ষার সংখ্যাও কমে যায়। ফলে করোনা ভীতি অনেকটাই কমতে থাকে। হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবাও স্বাভাবিক হতে শুরু করে। এরইমধ্যে গত এক মাস ধরে শীতের প্রকোপে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও চিকিৎসকদের মধ্যে রোগীর সঙ্গে দূরত্ব তৈরির সেই প্রবণতা তৈরি হচ্ছে। তবে উন্নতমানের মাস্ক এবং পিপিই পাওয়ার পরও তারা এখন কেন আগের মতো দূরত্ব রাখবেন ও রোগীর কাছাকাছি যাবেন না সেই প্রশ্ন তুলেছেন রোগীর স্বজনসহ সাধারণ মানুষেরা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি