ফতুল্লায় এক তরুণীকে (২৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ফজলে রাব্বি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। একই ঘটনায় কামরুল মিয়া নামে আরও এক আসামি পলাতক রয়েছে। বৃহস্পতিবার রাত (৪ ডিসেম্বর) সাড়ে ১২টায় ধর্মগঞ্জ ডালডা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী স্থানীয় একটি গার্মেন্টসে চাকরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নাচে অংশ নেন। বৃহস্পতিবার রাতে একটি অনুষ্ঠানে অংশ নিতে গেলে ফজলে রাব্বি কৌশলে তাকে রুমে নিয়ে ধর্ষণ করে। পরে কামরুল মিয়াও তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই তরুণী ফতুল্লা মডেল থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ওই তরুণী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ফজলে রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। অন্যজন পলাতক রয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।