মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক প্রান্তিক জেলেদের মাঝে শীতবস্ত্র ও লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। বুধবার (২ ডিসেম্বর) সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি।
কোস্ট গার্ডের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, কোস্ট গার্ডের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বাহিনীর আওতাভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক জেলেসহ অসহায় ও দুস্থদের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সাতক্ষীরা জেলার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় জেলেদের মাঝে কম্বল, রেডিও, টর্চ লাইট, লাইফ জ্যাকেট, লাইফবয়, রেইনকোট বিতরণ এবং ওই এলাকায় সুপেয় পানির ব্যবস্থার জন্য নলকূপ স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। এছাড়াও অনুষ্ঠানে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।