X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সস্ত্রীক করোনা’ জানিয়েই শুটিংয়ে ব্যস্ত তৌসিফ!

বিনোদন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৮:২৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:০৭

তৌসিফ মাহবুব (ডানে) এবং ফেসবুকে পোস্ট করা দুজনের ছবি স্ত্রীসহ করোনা পজিটিভ হয়ে বাসায় পড়ে আছেন, ফেসবুকে এমন তথ্য জানানোর এক ঘণ্টার মাথায় জনবহুল শুটিং ইউনিটে ক্যামেরার সামনে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে অভিনেতা তৌসিফকে!
১ ডিসেম্বর বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সস্ত্রীক হাসপাতালের একটি ছবি পোস্ট করেন তৌসিফ মাহবুব। ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।’
এমন পোস্টের পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের মতো জনবহুল এলাকার জনতা টাওয়ার, ইত্তেফাক ভবনসহ বিভিন্ন স্থানে শত শত মানুষের ভিড়ে শুটিংয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তৌসিফ মাহবুবকে।
জানা গেছে, রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় একটি নাটকের শুটিং ছিল সেটি।
তৌসিফের এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন নাটক সংশ্লিষ্ট প্রায় সবাই। এ বিষয়ে জানার জন্য বাংলা ট্রিবিউন থেকে অসংখ্যবার যোগাযোগ করা হলেও মুঠোফোনে সাড়া দেননি তৌসিফ।
তবে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘তৌসিফ অসুস্থ ছিল, আমরা জানি এখন তিনি সুস্থ হয়ে গেছেন। যেহেতু সুস্থ হয়ে গেছেন, সেহেতু আমার একটা নাটকের সামান্য কয়েকটি অংশ ছিল। সেটির কাজই করলাম এদিন।’
এ প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়ে কেউ যদি শুটিং করতে যায়, সেটি গুরুতর অন্যায়। আমরা সাংগঠনিকভাবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। তবে তার আগে তৌসিফের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি।’
এদিকে একটি সূত্র বলছে, তৌসিফের করোনা আক্রান্ত হওয়ার খবরটি বেশ পুরনো। ফলাফল নেগেটিভ আসার পরেই তিনি সমবেদনা পাওয়ার আশায় ফেসবুকে ওই পোস্ট দেন। ওই পোস্টে ব্যবহার করা ছবিটিও অনেক পুরনো।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা