X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পার্বত্য চট্টগ্রামে চা চাষ সম্প্রসারণে সহায়তা দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ২৩:০৯আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২৩:১১

পার্বত্য চট্টগ্রামে চা চাষ সম্প্রসারণে সহায়তা দেবে সরকার পার্বত্য চট্টগ্রামের চা চাষ সম্প্রসারণে অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা দেবে সরকার। এছাড়া দেশের অর্থনীতিকে চাঙা করতে চা রফতানিতে চাষিদের এগিয়ে আসতে হবে বলে জানিয়েছন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাণিজ্য সচিব এসব কথা বলেন। বাংলাদেশ চা বোর্ডের জনসংযোগ ও শ্রমকল্যাণ কর্মকর্তা রাজিবুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, বাংলাদেশ চা বোর্ডের সদস্য নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ চা বোর্ড ও সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বান্দরবান চা চাষি কল্যাণ সমবায় সমিতির সদস্যরা এবং বিভিন্ন মৌজার হেডম্যানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলাদেশ চা বোর্ডের বাস্তবায়নাধীন ‘এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস’ প্রকল্পের আওতায় বান্দরবানে চা চাষ সম্প্রসারণে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব। জেলায় চা চাষ সম্প্রসারণে চাষিদের সর্বাত্মক সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন।

সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব বাংলাদেশ চা বোর্ড আয়োজিত বান্দরবান সদর উপজেলার স্যারন পাড়াস্থ ‘দাওথন ক্ষুদ্রায়তন চা বাগানে চা চারা রোপণ কার্যক্রম’ এর উদ্বোধন করেন। চা চারা রোপণ কার্যক্রম উদ্বোধন শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ চা বোর্ড পরিচালিত ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’-এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

প্রসঙ্গত, ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’ মডেলটি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জহিরুল ইসলাম কর্তৃক উদ্ভাবিত একটি মডেল। এই মডেলটি উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই কারণে বান্দরবান পার্বত্য জেলার ক্ষুদ্র চা চাষিদের মধ্যেও মডেলটি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

/এসআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়