X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্যাংক চলবে কীভাবে?

গোলাম মওলা
০৯ নভেম্বর ২০২০, ০৯:০০আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১০:০৬

ব্যাংক (ছবি: ফোকাস বাংলা)

লাভের আশায় একজন আমানত রাখে, আরেকজন লাভের আশায় ঋণ নেয়। মোটা দাগে এই দিয়েই চলে ব্যাংক। ব্যাংক পরিচালনার এই একটিই সূত্র। এই সূত্র তখনই ঠিক থাকে যখন ঋণের টাকা সময়মতো ফেরত আসে। অর্থাৎ ঋণ নেওয়া ব্যক্তি ব্যবসা করে সময়মতো সুদসহ ব্যাংকের টাকা ফেরত দিলে তবেই ব্যাংক সেখান থেকে আমানতকারীকেও লাভ দিতে পারে। আবার ফেরত পাওয়া সেই টাকা থেকেও নতুন করে ঋণ দিতে পারে ব্যাংক। তবে এই সূত্র তখনই ভেঙে পড়ে, যখন ঋণের টাকা ফেরত আসা বন্ধ হয়ে যায়। আর এতে করে তখন ঝুঁকিতে পড়ে সাধারণ আমানতকারীরা।





বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর কাছ থেকে পাওয়া তথ্য বলছে, গত মার্চ থেকেই ব্যাংকের বিতরণ করা ঋণের টাকা ফেরত আসছে না। এর ফলে ব্যাংক খাতে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে।
ধরা যাক, কোনও একটি ব্যাংকে কেউ ১০০ টাকা আমানত রাখলেন, সেখান থেকে ব্যাংকটি ৮০ টাকা কোনও ব্যবসায়ীকে ঋণ দিলো। নিয়ম অনুযায়ী এই ৮০ টাকা থেকেই লাভ করে আমানতকারীকে সুদসহ ১০৬ টাকা ফেরত দেবে। কিন্তু ঋণ নেওয়া সেই ব্যবসায়ী সময়মতো টাকা ফেরত দিলো না, কিন্তু আমানতকারী তার মূল ১০০ টাকাও যদি ফেরত নিতে আসে তাহলে এমন সময় ব্যাংক কী করবে?
এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমীন বলেন, সবাই যদি ঋণের টাকা ফেরত না দেয়, তাহলে ব্যাংক তো সমস্যায় পড়বেই। তবে বেশি ঝুঁকিতে থাকবে আমানতকারীরা। কারণ ঋণ বিতরণ করা ৯০ শতাংশই আমানতকারীদের টাকা। তবে সব আমানতকারী একসঙ্গে গিয়ে টাকা চাইবে না। তিনি বলেন, খারাপদের পাশাপাশি ভালো গ্রাহকরাও সুযোগ পেয়ে এখন ঋণের টাকা ফেরত দিতে চাইছে না। এর ফলে পরবর্তীতে বড় ধরনের সংকটে পড়বে ব্যাংক।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বলা চলে ঋণ খেলাপি হওয়া ঠেকিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না দিলেও কোনও ব্যাংক ওই গ্রাহককে ঋণ খেলাপি করবে না। আবার এই সময়ে ঋণের ওপর কোনও ধরনের দণ্ড সুদ বা অতিরিক্ত ফি আরোপও করা যাবে না।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, পরে এই সুযোগ বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর ফলে ব্যাংকগুলোর ঋণ খেলাপি হওয়া কমে গেছে। আবার কিস্তি আদায় না হওয়ায় অনেক ব্যাংকের টাকা আটকেও গেছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ব্যাংকের ঋণ আদায় না হলেও গ্রাহক খেলাপি হচ্ছে না। এর ফলে ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না। এর ফলে ঋণ ও সুদ আদায় কমে গেছে। এতে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকসহ সরকারি-বেসরকারি অধিকাংশ ব্যাংকের আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বাড়ছে লোকসানি শাখাও।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক এই তিনটি ব্যাংক পুরো বছরের লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশও ঋণ দেয়নি। এ কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্থানীয় পর্যায়ের শাখা বা করপোরেট অফিসের মাধ্যমে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, চলতি বছরে সোনালী ব্যাংক ২৫০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্য ঠিক করেছিল, তবে জুন পর্যন্ত আদায় হয়েছে মাত্র ৫ কোটি টাকা। আর জনতা ব্যাংকের ১ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যের বিপরীতে আদায় করেছে আড়াই কোটি টাকা। সোনালী ব্যাংকের লোকসানি শাখা ২৭ থেকে বেড়ে হয়েছে ৫০টি। আর জনতা ব্যাংকের লোকসানি শাখা ৫০ থেকে বেড়ে হয়েছে ৭৯। বছরের প্রথম ৬ মাসে ব্যাংকটি ৩ হাজার ৫৪১ কোটি টাকা নিট লোকসান করেছে। অথচ গত বছরে ২৫ কোটি টাকা মুনাফা করেছিল তারা। অবশ্য সোনালী ব্যাংক চলতি বছরের প্রথম ৬ মাসে মাত্র ৯৫ কোটি টাকা নিট মুনাফা করেছে।
পুরো বছরে রূপালী ব্যাংক খেলাপি ঋণ থেকে ৩৫০ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় করেছে দেড় কোটি টাকা। ব্যাংকটির লোকসানি শাখা ১১ থেকে বেড়ে হয়েছে ১৬টি। অগ্রণী ব্যাংক খেলাপি ঋণের বিপরীতে ২০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য ঠিক করলেও আদায় করেছে সাড়ে ৬ কোটি টাকা। আর লোকসানি শাখা বেড়ে হয়েছে ১৮ থেকে ৭৮। প্রথম ৬ মাসে নিট মুনাফা করেছে মাত্র ১৫ কোটি টাকা, গত বছরের পুরো সময়ে হয়েছিল ১০৭ কোটি টাকা।
এ প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, বলা চলে ঋণ আদায় হচ্ছে না। তবে ঋণ আদায়ের চেয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।
অবশ্য ঋণের টাকা ফেরত না আসলেও সরকারের পক্ষ থেকে নেওয়া ও বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে অর্থনীতি সচল হয়েছে। বিভিন্ন দেশ থেকে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। সংকটকালেও ব্যাংকগুলোতে আমানত কমার বদলে আমানত বেড়েছে।




/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি