X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ২০:৫১আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২০:৫৭

আজ ৩ নভেম্বর (মঙ্গলবার) জেল হত্যা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার তিন মাসেরও কম সময় পর এদিন মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। সারা দেশে আজ যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হচ্ছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ: 

এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে রাজশাহী প্রতিনিধি জানান, শহীদ জাতীয় চার নেতার একজন এএইচএম কামারুজ্জামানের শহর রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এএইচএম কামরুজ্জামান সম্পর্কে স্মৃতিচারণ করেন তার ছেলে রাজশাহী সিটি করশোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, কী অপরাধ ছিল বাবার, যার জন্য তাকে হত্যা করা হলো? মাত্র ৫২ বছরের জীবনে যিনি অর্ধেকটাই কাটিয়েছেন আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে। স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধুর অবর্তমানে অন্য জাতীয় নেতাসহ দেশকে স্বাধীন করার জন্য যিনি জীবনোৎসর্গ করেছেন। নিজের স্ত্রী-সন্তানের দিকে তাকানোর ফুরসতও পাননি, সেই মানুষটাকে কোন অপরাধে হত্যা করা হলো? তবে হত্যাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বঙ্গবন্ধু এবং জাতীয় ৪ নেতাসহ শহীদদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
মেয়র লিটন বলেন, আমার বাবা শহীদ এএইচএম কামারুজ্জামান জাতীয় ইতিহাসের অংশ। বাংলাদেশের ইতিহাসের চূড়ান্ত সংকটকালে বঙ্গবন্ধুর নির্দেশে মহান মুক্তিযুদ্ধে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছেন, তিনি তাদেরই একজন। আমি তার সন্তান হিসেবে গর্ববোধ করি।
এদিকে সকাল থেকে শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা জানাতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢল নামে। এর আগে রাত ১২টা ১ মিনিটে শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ কামারুজ্জামানের দৌহিত্র বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।


রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে এ.এইচ.এম কামরুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ, মৌনর‌্যালি, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নগর ভবন হতে মৌন র‌্যালি বের করেন। র‌্যালিটি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কাদিরগঞ্জে শহীদ কামরুজ্জামানের কবরস্থানে গিয়ে শেষ হয়। এরপর ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। 

বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হচ্ছে

গাজীপুর প্রতিনিধি জানান, স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের নিজ এলাকা গাজীপুরের কাপাসিয়ায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। কাপাসিয়া উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলাদা ও যৌথভাবে দিবসটি পালন করে।
বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে বক্তব্য রাখেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। উপস্থিতিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদ দর্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বিদেশে থাকা জেল হত্যার আসামিদের দেশে ফেরত এনে বিচার নিশ্চিতের দাবি করেন।

এছাড়া সকালে শহরের মুক্তিযোদ্ধা চত্বরের শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের পর শোক র‌্যালি করে। 
এদিকে, দিবসটি উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।  

জেল হত্যা দিবসের আলোচনা সভা সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মস্থান কাজিপুরে দিবসটি পালিত হয়। কাজিপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ ক্যাপটেন এম মনসুর আলীর নাতি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, ‘দেশ তথা বাঙালি জাতির জন্যে আমার দাদাসহ ৪ জনই আমৃত্যু কাজ করে গেছেন। অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে নিজেদের বিলিয়ে দিয়ে গেছেন তারা। তাদের অবদান কখনও ভুলে গেলে চলবে না।

উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে জাতীয় চার নেতা ও প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। অন্যদিকে, সিরাজগঞ্জ জেলা সদরের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটরিয়ামে
দিবসটি উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর হাবিবে মিল্লাত মুন্নাসহ অন্যরা এতে বক্তব্য রাখেন। এর আগে অডিটরিয়াম ফটকের সামনে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর সমাধিতে নেতাদের শ্রদ্ধা গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেল হত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাডায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আলাদাভাবে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে তারা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু, তাঁর পরিবারের নিহত সদস্য ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: শাম্মী আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলার অন্য উপজেলা সদরেও দিনটি পালিত হয়েছে।

ডিমলায় জেল হত্যা দিবস পালিত হচ্ছে নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে দিবসটি উপলক্ষে মিলাদ ও দোয়া শেষে একটি শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। সকালে শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শেরীন আনোয়ার জর্জিস, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায় প্রমুখ।

চার জাতীয় নেতাকে স্মরণ হিলি প্রতিনিধি জানান, দিনাজপুরের হিলিতে পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় হিলি বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

জেল হত্যা দিবসের আয়োজন কুমিল্লা প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় দিবসটি পালিত হয়েছে। এ সময় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে কুমিল্লার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগের আয়োজনে পৃথকস্থানে দিবসটি পালিত হয়।

চার নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা এমপি, এফবিসিসিআই এর সাবেক পরিচালক কুমিল্লার আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সিকদার, আওয়ামী লীগ নেতা ফিরোজসহ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতারা।  

অন্যদিকে কুমিল্লা নগরীর রামঘাট দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন তারা।কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে হয় এ আয়োজন। এছাড়াও দিবসটি পালন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ। দিবস ঘিরে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বাদ মাগরিব কুমিল্লা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।  

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হচ্ছে বরিশাল প্রতিনিধি জানান, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনার মধ্যে দিয়ে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাকে স্মরণ করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ দলের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এরপর পুষ্পমাল্য অর্পণ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংঠন ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও ফুলেল শ্রদ্ধা জানান। 

এরপর দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিস, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শেখ আব্দুল কাদের, অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব, প্যানেল মেয়র গাজী নঈমুল হক লিটু ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ অন্যরা।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী