X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘রেলমন্ত্রী আসবেন, তাই এত ব্যস্ততা’

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৮:৫৮আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৯:১২




‘রেলমন্ত্রী আসবেন, তাই এত ব্যস্ততা’ মরিচে পড়া রেল লাইনের ওপর পোড়া মবিল ও তেল জাতীয় পদার্থ ঘষে পরিষ্কারের দায়িত্ব রেল বিভাগেরই। দুর্ঘটনা রোধে সারাবছরই এটি তাদের রুটিন কাজ। যে কাজগুলো প্রায়ই করার কথা। অথচ তাতেও ছিল ঘাটতি। সারা বছর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মাঝে-মধ্যে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় রেলের কর্মচারীদের। তবে বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ স্টেশনের সামনে রেল লাইনে ছিল কর্মীদের চরম ব্যস্ততা।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের শ্রমিকরা সেখানে মরিচা পড়া রেল লাইনের ওপর পোড়া মবিল ও তেল জাতীয় পদার্থ ঘষে তেলতেলে করছিলেন। স্টেশনের পূর্বদিকে ইকোপার্কের পাশে আউটার লাইনের ওপর থেকে ঘাস টেনে টেনে তুলতেও দেখা যায় শ্রমিকদের। তার কিছু দূরেই এক দল শ্রমিক রেললাইনের পাশে পাথরের সারি পরিপাটি করছিলেন। পুরো স্টেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার চেষ্টা চালাচ্ছিলেন শ্রমিক ও কর্মচারীরা।

‘রেলমন্ত্রী আসবেন, তাই এত ব্যস্ততা’ হঠাৎ তাদের এই কর্মযজ্ঞের কারণ জানতে চাইলে একজন বলেন, ‘রেলমন্ত্রী আসবেন, তাই এত ব্যস্ততা। তিনি কোথায় যাবেন, ঠিক জানি না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তড়িঘড়ি কাজ করছি।’

দুপুর পৌনে ১২টার দিকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সেতুর পশ্চিম পাড়ে আসেন। স্টেশনের অদূরে ও গোলচত্বর এলাকা পরিদর্শন করেন তিনি। যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু সেতুর পাশে ‘বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেলসেতু’র নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই। আগামী ২৯ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ভিত্তি প্রস্তর স্থাপনের স্থান নির্বাচনের জন্যই রেলমন্ত্রীর আগমন।

‘রেলমন্ত্রী আসবেন, তাই এত ব্যস্ততা’ জাইকার অর্থায়নে ২০২৫ সালের মধ্যে রেলসেতুটির বাস্তবায়ন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

পশ্চিমাঞ্চল রেল বিভাগ, পাকশীর বিভাগীয় ব্যাবস্থাপক (ডিআরএম) মো. শাহিদুল সন্ধ্যায় বলেন, যখন কোনও ভিআইপি আসেন, তার উপলক্ষে রেল বিভাগ থেকে স্টেশন বা পরিদর্শন এলাকা পরিস্কার রাখার নির্দেশনা আসে। তবে এটি রুটিন ওয়ার্ক। রেললাইনে মরিচা রোধে পোড়া মবিল দিয়ে লাইন তেলতেলে বা চকচকে করাটাও রুটিন কাজেরই অংশ। সারা বছরই করা হয়। হয়তো মন্ত্রী আসায় এটি চোখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি