X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কয়েকটি কবিতা

মোজাম্মেল হক নিয়োগী
২৪ অক্টোবর ২০২০, ১৩:৪৭আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৩:৪৯

কয়েকটি কবিতা আত্মার ঔষধি খোঁজে

মাজারে শায়িত সাধুর সমীপে

আত্মাকে বন্ধক দিয়ে মুক্তির পথ খোঁজে

আত্মা জানে না কোথায় কলঙ্কের দাগ

জানে না ভাবুক কে মৃত, কে আছে চোখ বুজে?

 

আতর-লোবানের গন্ধে ডুবে ভাবে ভাবুক

হরিৎ ভেষজ ডলে হাতের চেটোয়

নাড়ির ভেতরে চালায় ধোঁয়ার চাবুক।

 

আলো-ছায়ার আঁধারে বুঁদ হয়ে থাকে

আত্মার ঔষধি খোঁজে সাধুর সমীপে

দিনে দিনে ফুরোয় জীবনের দায়-দেনা

ভাবুক জানে না কখনো—সাধুর মোকামে

আত্মার দাওয়াই যায় কি-না কেনা।

 

জানালাটা খুলে দাও

আবদ্ধ ঘরে পড়ে আছি জন্মান্তর থেকে

দক্ষিণের জানালাটা কিঞ্চিৎ খুলে দাও

এক ফালি আলো আসুক ঘরে

স্নিগ্ধ বাতাসে জুড়াই গা।

 

আলো নেই? নেই কি স্নিগ্ধ বাতাস?

দুরন্ত আঁধারের নৈরাজ্যে দুর্দম্য আস্ফালন

বিলীন হবে কি তবে মানুষের নিবাস?

 

ফের বলি, খড়খড়িটা খুলে দাও      

রুদ্ধ করো না আলোর পথ

স্বপ্নের মন্দ্রজালসুদ্ধ এই রুদ্ধ ঘর

হবে আলোর সাকিন।

 

লাটিম

দড়ির বাঁধনে শরীর আবদ্ধ করে 

শূন্য থেকে ছুঁড়ে মারে

শাণিত দণ্ডে স্থির হয়ে ঘুরছে

ঘুরছে

ঘুরছে

ঘুরছে

ঝিমধরা লাটিম দেখে ঘুরছে পৃথিবী

ঘুরছে আকাশ, বাতাস, বৃক্ষতরুলতা

ঘরবাড়ি-অরণ্য-খালবিল-নদী-সাগর-পশু-পাখি

          ঘুরছে   

ঘুরছে

ঘুরছে

মাটির বুকে তীক্ষ্ণ দণ্ডে দাঁড়িয়ে দেখে লাটিম

চারপাশের মানুষগুলো ঘুরছে...

 

অত্যোৎসাহে যে মানুষটি লাটিম ছুঁড়েছিল

সে শুধু দেখল—

লৌহ-শলাকার ঘর্ষণে মাটির ফোঁড়।

 

হেমন্তের মাঠ

মাঠে মাঠে সোনা-দানা রয়েছে ছড়িয়ে—যেন বিভা অফুরান  

সবুজ পাতার ফাঁকে সোনালি দানার শীষ যেন সোনার আকর

নরম রোদের কণা নাচে ধানের পাতায় উজ্জীবিত প্রাণ

মৃদু-মন্দ শিহরণ—জুড়ায় তাপিত মন হিমেল শীকর।

পরিযায়ী পাখিকুল দূর থেকে আসে ফের, ফিরে যায় নীড়ে

সন্ধ্যা নামিবার আগে। নিঃশব্দে কুয়াশা ধীর লয়ে জাল বোনে

তখন লাজুক চাঁদ বধূ যেন মুখ ঢাকে কুয়াশায় ঘিরে—    

নিরিবিলি;—মিটিমিটি হাসে একা একা আকাশের কোণে। 

 

যত দূর চোখ যায় তত দূর কিষানের চোখে স্বপ্ন পাখা

মেলে; দূরের জাহাজ যেন নিয়ে আসে ওই সোনার মোহর

তখন ধানের ঘ্রাণে উছলিত হয় প্রাণ; পল্লবিত শাখা

স্বপ্নে পূর্ণ হয় মণিজাল তারা—দেখে স্বপ্নের জহর। 

 

কুলবধূদের মুখে কলহাস্য ফুটে পুকুরের ঘাটে

ধানের পাতার সাথে স্বপ্নগুলো খেলে হেমন্তের মাঠে।

//জেডএস//
সম্পর্কিত
প্রিয় দশ
প্রিয় দশ
ইচ্ছা
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!