X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফ্লাইটে জন্ম হওয়ায় আজীবন বিনা ভাড়ায় ভ্রমণ!

জার্নি ডেস্ক
১০ অক্টোবর ২০২০, ১৩:৩৯আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৩:৩৯

ইন্ডিগো’র ফ্লাইটে জন্ম নেওয়া নবজাতক বিস্ময়কর ঘটনা যেকোনও সময়, যেকোনও জায়গায় ঘটতে পারে। যেমন ইন্ডিগো’র একটি ফ্লাইটে দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে এক নারী পুত্রসন্তান প্রসব করলেন। ভারতীয় এই বাজেট এয়ারলাইন কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে। নবজাতককে আজীবন বিনামূল্যে টিকিট সরবরাহের ঘোষণা দিয়েছে তারা!
ইন্ডিগো জানায়, গত ৭ অক্টোবর সন্ধ্যায় ৬ই ১২২ ফ্লাইটে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া ঘটনাটির বিবরণ দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফ্লাইটটির ক্যাপ্টেন সঞ্জয় শর্মা। দিল্লি থেকে রওনা দেওয়ার পর তাকে জানানো হয়, সন্তানসম্ভবা একজন নারী স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তখন তিনি খোঁজ নেন, ফ্লাইটে কোনও চিকিৎসক আছেন কিনা যিনি সহায়তা করতে পারেন। ভাগ্য ভালো, একই উড়োজাহাজটিতে দুই চিকিৎসক ছিলেন। তাদের একজন গাইনি বিশেষজ্ঞ, অন্যজন প্লাস্টিক সার্জন। তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসেন।

তবে ওই প্রসূতি নারীর আগে একবার গর্ভপাত হয়েছিল। তাই শারীরিক অবস্থা নাজুক। এটা জেনে দুই কেবিন ক্রু সদস্যকে নিয়ে গাইনি বিশেষজ্ঞ ফ্লাইটের গ্যালারিকে লেবার রুমে রূপান্তর করেন। এর কিছুক্ষণ পরই ফ্লাইটে ছড়িয়ে পড়ে নবজাতকের কান্নার আওয়াজ। যথাসময়ের আগেই শিশুটির জন্ম হলেও মা ও ছেলে উভয়ে ঠিকঠাক আছে।

বেঙ্গালুরু বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর করতালিতে সিক্ত হয়েছে মা ও নবজাতক। এরপরই কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের।

নবজাতকের জন্মের পর কেবিন ক্রু সদস্যদের উচ্ছ্বাস এবং শিশুকে তাদের কোলে রাখার ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একইসঙ্গে শিশুটির নিরাপদ জন্মের জন্য কেবিন ক্রু সদস্যদের প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে এভিয়েশন দুনিয়ায়।

তথ্যসূত্র: জি নিউজ

/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি