X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে রূপান্তরের দাবি প্রবাসীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৭

যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে স্মারকলিপি তুলে দেন প্রবাসী সিলেটি সংগঠনের নেতারা সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরসহ  জেলার উন্নয়নের সড়ক, রেল লাইন স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে নিউইয়র্কে বসবাসরত সিলেটের বাসিন্দাদের একাধিক সংগঠন। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও  সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেপাজ।

স্মারকলিপিতে উল্লেখিত প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, বিমানবন্দরের উভয় পাশে গুরুত্বপূর্ণ ২টি বাইপাস নির্মাণ, সিলেট-ঢাকা ৬ লেন ও সিলেট-আখাউড়া ডাবল রেললাইন নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

কনসাল জেনারেল সাদিয়া জেবুননেসা স্মারকলিপি গ্রহণ আশ্বস্ত করে জানান, তিনি স্মারকলিপিটি যথাযথভাবে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পরিকল্পনামন্ত্রীর নিকট পৌঁছে দেবেন।

স্মারকলিপিতে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৩০ লক্ষ সিলেটি অবস্থান করছেন, যারা দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার বড় যোগানদাতা। গত বারের নির্বাচনে বৃহত্তর সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনই পেয়েছে আওয়ামী লীগ তথা মহাজোট। এই হিসেবে সিলেটবাসীর চাওয়া-পাওয়া ও প্রত্যাশা আপনার সরকারের কাছে ব্যাপক।

স্মারকলিপি প্রদানের  সময় আরও উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নিউইয়র্ক’র সভাপতি শেলী এ মুবদি, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নিউইয়র্ক এর কো-অর্ডিনেটর খলকু কামাল।

 

/সিএ/এফএএন/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি