X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাঁচ দেশের শিল্পী এক গানে (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ০০:২২আপডেট : ২৭ জুলাই ২০২০, ১২:০৮


সেভ আওয়ার ওয়ার্ল্ড−এই শিরোনামে সম্প্রতি অন্তর্জালে প্রকাশ পেলো একটি বিশেষ গান। ইংরেজি ভাষায় তৈরি এই গানটিতে অংশ নিয়েছেন ৫ দেশের ১৩ জন শিল্পী।
সৃষ্টিকর্তার প্রতি করোনাভাইরাস থেকে পৃথিবীকে রক্ষা করার আবেদন জানিয়ে গানটি লিখেছেন হেলাল চৌধুরী। আর সেটির ওপর সুর-সংগীতায়োজন করেছেন এস আই সুমন। এতে পিয়ানো অ্যারেঞ্জমেন্ট করেছেন রোমেল আলী এবং মাউথ অর্গান বাজিয়েছেন আমেরিকান স্টিভ কুপার।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সুইডেন থেকে তোরস্টোন, কানাডা থেকে চন্দন জামান আলী, লন্ডন থেকে তারজিয়ান, আমেরিকা থেকে সোহানা মনসুর, মামনুর সুমন রহমান ও জেনি। বাংলাদেশ থেকে পেন্টাগন ব্যান্ডের আলী সুমন, আর্ক-এর এস আই সুমন, ফিডব্যাকের লুমিন, মাশা ও পিঙ্কি ঘাগড়া।
গানটির ভিডিওতে নিজ নিজ স্টুডিও বা বাসা থেকে অংশ নিয়েছেন এই শিল্পীরা।
‌‘সেভ আওয়ার ওয়ার্ল্ড’ প্রসঙ্গে এর মূল উদ্যোক্তা ও সুরকার এস আই সুমন বলেন, ‘এই মহামারিতে সবাই কঠিন সময় পার করছি। জীবনের কঠিন সময় কাটাচ্ছে সবাই। এখন সময় এসেছে যার যার অবস্থান থেকে প্রার্থনা করার। সেই ভাবনা থেকে আমরা কয়েকজন সংগীতশিল্পী এক হয়ে কিছু করার চেষ্টা করেছি। পৃথিবীকে বাঁচানোর আহ্বান জানাতে এরচেয়ে ভালো কিছু নেই আমাদের হাতে।’
সুমন আরও জানান, যেহেতু গানটির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা জড়িত এবং গানটির প্রসঙ্গও গোটা পৃথিবীকে নিয়ে, তাই এটি ইংরেজি ভাষায় করা। যাতে করে বিশ্বের বেশিরভাগ শ্রোতা গানটির প্রতি সমর্থন জানাতে পারবেন ভাইরাসমুক্ত নিরাপদ পৃথিবী গড়ার লক্ষ্যে।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার