X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

৩০ কোটি টাকার টেন্ডার নিয়ে জবি ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

জবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০২১, ০১:৩১আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০১:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি কক্ষে এই ঘটনা ঘটে। এনিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছেন দুই গ্রুপের নেতারা।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের ২০০ একর জমির বাউন্ডারি ওয়ালের ই-টেন্ডার জমা দেয়ার শেষ সময় ছিল রোববার। টেন্ডারটির ভলিউম প্রায় ৩০ কোটি টাকার।

প্রকৌশল ও পরিকল্পনা দপ্তরের একাধিক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে ছাত্রলীগের কয়েকজন পদপ্রত্যাশী প্রধান প্রকৌশলীর রুমে অবস্থান করছিলো। এদের মধ্যে শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিশাদ, নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সাবেক দফতর সম্পাদক শাহবাজ হোসেন বর্ষণ ও সহ-সম্পাদক রিফাত সাঈদ, আনোয়ার সজিব ছিলেন। এসময় শাখা ছাত্রলীগের কর্মী আল সাদিক হৃদয়, নূর আলম, সাজেদুল করীম, শিহাব, সাজ্জাতুল নাইম, নূরে আলম, ইমরুল নিয়াজসহ বেশ কয়েকজন রুমে প্রবেশ করে; যারা শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী ও সাবেক সহসভাপতি, আশরাফুল ইসলাম টিটোন, জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল ও ইব্রাহীম ফরাজির অনুসারী। তারা পদপ্রত্যাশীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়। পরে প্রক্টরিয়াল বডি পরিস্থিতি স্বাভাবিক করে।

বিষয়টি নিয়ে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুপুরে এক গ্রুপ এসেছিল দেখা করার জন্য। তারা এসে পরিচিত হচ্ছিল। অন্যদিকে আরেক গ্রুপ এসে বলছিল, স্যার শুধু ওদের সঙ্গে নয় আমাদের সঙ্গেও পরিচিত হওয়া লাগবে। তখনই নিজেদের মধ্যে টেন্ডার নিয়ে কথা কাটাকাটি শুরু করে তারা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে আমি তাদের বের হয়ে যেতে বলি। পরে প্রক্টরিয়াল বডি এসে উভয়পক্ষকে শান্ত করে।’

টেন্ডারের বিষয়টি ছাত্রলীগের নেতারা কতটা প্রভাবিত করছে, জানতে চাইলে তিনি বলেন, ‘টেন্ডারটি হতে পারে কিন্তু পুরোপুরি বলা যাচ্ছে না। টেন্ডারটি আমাদের দিতে হবে, ওদের দিতে হবে- এমন নাও হতে পারে। এক গ্রুপ আরেক গ্রুপকে দেখার পর মনে করছে ওরা আমার কাছে সুবিধা নিচ্ছে; এই নিয়ে নিজেরা চেঁচামেচি করেছে।’

এবিষয়ে সাবেক সহসভাপতি আল আমিন শেখ বলেন, ‘টিটন, শাকিল, ফরাজী, জামাল তারা একটা পার্সেন্টেজ দাবি করেছে। আমরা ছাত্রলীগের পদপ্রত্যাশী আছি ১৫-১৬ জন। তারা যাতে ছাত্রলীগের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম না করতে পারে সেটা বলতেই আমরা স্যারদের সঙ্গে দেখা করেছি।’

সাবেক দফতর সম্পাদক শাহবাজ হোসেন বর্ষণ বলেন, ‘আমরা প্রধান প্রকৌশলীর রুমে পরিচিত হওয়ার জন্য গেলাম। তার কিছুক্ষণ পর কিছু জুনিয়র রুমে ডুকে উত্তেজিত স্বরে কথা বলে। তখন আমরা তাদেরকে শান্ত করার চেষ্টা করি। কারা গিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম টিটন ও জামাল উদ্দিন ভাইদের কর্মী।’

সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল বলেন, ‘যেটা শুনলাম কয়েকজন কর্মী ও ক্যান্ডিডেট স্যারের রুমে গিয়েছিল। সম্ভবত টেন্ডার সংক্রান্ত বিষয় ছিল। এই ঘটনা ঘটার পর জানতে পেরেছি। ক্যাম্পাসে যারা ছিল তারা গণ্ডগোল করেছে হয়তো কোন একটা বিষয়ে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামাল উদ্দিন বলেন, ‘আমি যতটুকু জানি গত পরশুদিন ছাত্রলীগের পদ প্রত্যাশীদের একটি অংশ ক্যাম্পাসে মাস্ক বিতরণ করেছে সিনিয়রদের না জানিয়ে। তারাই আজ আবার ক্যাম্পাসে গেলে জুনিয়ররা তাদের প্রতি ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে প্রক্টর অফিসের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

জবির ২০০ একর জমির বাউন্ডারি ওয়ালের ই-টেন্ডার জমার কোন বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার জানা নেই তবে থাকতেও পারে। কারণ করোনার মধ্যে তাহলে তারা কেন ক্যাম্পাসে গেলেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘ঝামেলা বলতে ওরকম কিছু ঘটেনি। ছাত্রদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। তাদেরকে কোন রকম ঝামেলার লিপ্ত হতে না করছি। সবাইকে শান্ত থাকতে বলেছি। এরপর তারা চলে গেছে। এরপরও যদি ক্যাম্পাসে এ নিয়ে কেউ ঝামেলা করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘ছাত্রলীগে কোন টেন্ডারবাজের জায়গা নেই। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ