X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাড্ডা ও মিরপুরসহ রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১২:৫২আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১২:৫৩

বিদ্যুতের তারের ওপর ঝুলে পড়া গাছ কাটছে ডেসকো। এজন্য ডেসকোর অধীন বাড্ডা, মিরপুরের কিছু অংশসহ রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বন্ধ করার বিষয়ে আগের দিন মাইকিং করে জানিয়ে শিডিউল শাটডাউন হিসেবে কাজ করছে বলে জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।

জানতে চাইলে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমীর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিবছর এই সময় অর্থাৎ ঝড়ের সময় বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে দুর্ঘটনার খবর পাওয়া যায়। তাই আমরা আগে থেকেই সাবধানতা হিসেবে তারের ওপর ঝুলে থাকা গাছের ডাল কাটতে শুরু করেছি। তবে যে এলাকায় এই কাজ হবে সে এলাকায় আগেরদিনই আমরা মাইকিং করে জানিয়ে দিচ্ছি।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এতে গ্রাহকরাই লাভবান হবেন। গাছের ডাল কাটা হয়ে গেলে ঝড়ের সময় ডাল পড়ে দুর্ঘটনার আশঙ্কা কম থাকবে।

এদিকে ডেসকোর বাড্ডা জোনের দায়িত্বে থাকা আরিফুল হক বলেন, উত্তর বাড্ডা, স্বাধীনতা সরণি, পূর্বাচলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, কাজ চলছে। আমরা শুক্রবার সন্ধ্যায় মাইকিং করে গ্রাহকদের জানিয়েছিলাম। এই কাজ আমরা প্রত্যেক শনিবারই করবো। আগের দিন মাইকিং করে জানিয়ে দেওয়া হবে। একেক শনিবার একেক এলাকায় তারের ওপর ঝুলে থাকা গাছের ডাল কাটা হবে। আজ বিদ্যুৎ নাই ময়নারবাগ, জিএম বাড়ি পূর্বাচল, উত্তর বাড্ডা, আলীরমোড়, সাঁতারকুল রোড, উত্তরবাড্ডা হাজিপাড়ায়।

এদিকে মিরপুরে খোঁজ নিয়ে জানা যায়, দুপুর দুইটা পর্যন্ত বাউনিয়া এলাকায় কাজ করবে ডেসকো। বিকাল ৪টার দিকে মিরপুর ১২-তে বিদ্যুৎ আসবে।

 

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট