X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সম্পত্তি দখলের জন্য মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা!

কুমিল্লা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ২০:৫১আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২০:৫১

কুমিল্লার দেবিদ্বারে মুক্তিযোদ্ধার সরকারি বন্দোবস্তকৃত সম্পত্তি দখলে বাধা দেওয়ায় পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর এবং ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই ভাই মনিরুল হক ও সিরাজুল হক দেবিদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মো. হছেন আলীর ছেলে।

পরিবারের  সদস্যরা জানান, মুক্তিযোদ্ধা মৃত মোশারফ হোসেন সরকার থেকে ৪০ শতাংশ সম্পত্তি বন্দোবস্ত নেন। অভিযুক্তরা এই বন্দোবস্ত সম্পত্তি বিভিন্ন সময় জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা মারধর, হামলা ও নির্যাতনের শিকার হন। সর্বশেষ গত ৯ মার্চ সম্পত্তির বিরোধের জেরে মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের পরিবারের তিনটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, আগুন লাগানোর পর ঘরের দরজা বন্ধ করে সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কুমিল্লার আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি বর্তমানে কুমিল্লা দেবিদ্বার থানার এসআই মোর্শেদ আলম নামে এক পুলিশ সদস্য তদন্ত করছেন।

মুক্তিযোদ্ধা মৃত মোশারফ হোসেনের নামে বন্দোবস্ত সম্পত্তি দখলের চেষ্টার ঘটনায় কুমিল্লার আদালতে এর আগে একটি মামলা রয়েছে। ওই মামলার বাদী তার স্ত্রী আমেনা খাতুন।

আমেনা খাতুন জানান, তার স্বামী মুক্তিযোদ্ধা ১৯৯৯ সালের ১ আগস্টে মারা যান। জীবিত থাকাকালে তিনি ৪০ শতাংশ সম্পত্তি সরকার থেকে বন্দোবস্ত নেন। বন্দোবস্তকৃত সম্পত্তির মধ্যে ১৮ শতাংশ সম্পত্তি তার দেবর মো. হছেন আলীর দুই ছেলে মনিরুল হক ও সিরাজুল হক গোপনে বিএস খতিয়ান করে ফেলেন। খতিয়ান করার পর ওই সম্পত্তির ওপরে থাকা গাছ কেটে নেওয়া হয়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর, নির্যাতন ও হত্যার হুমকি দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, চলতি বছরের ৭ মার্চ অভিযুক্তরা নিজেদের ঘরে আগুন লাগিয়ে উল্টো দোষ চাপিয়ে এর দুই দিন পর ৯ মার্চ আমাদের তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডের সময় আমিসহ পরিবারের সাত সদস্যকে ঘরের ভেতর রেখে দরজা বন্ধ করে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। ঘর পোড়ানো ও পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানা অভিযোগ না নেওয়ায় কুমিল্লা আদালতে অভিযোগ দায়ের করি। বর্তমানে এই অভিযোগটি থানার এক এসআই তদন্ত করছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মনিরুল হক ও সিরাজুল হক দুই ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার এসআই মোর্শেদ আলম বলেন, অভিযোগটি তদন্তের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আমি অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করছি। তাদের পূর্বের সম্পত্তির বিরোধ আছে। তাই পুরনো সূত্র ধরে তদন্ত করতে একটু সময় লাগছে। তদন্ত করে সত্য ঘটনাটি তুলে আনার চেষ্টা করছি। দ্রুত রিপোর্ট দেওয়া হবে বলে জানান তিনি।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়