X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ড: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

ভোলা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ১৩:৪২আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৩:৪২

ভোলা-লক্ষ্মীপুর রুটে চলন্ত ফেরিতে আগুন লেগে অন্তত ৯টি পণ্যবাহী যানবাহন পুড়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ভোলা জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হাওলাদারকে আহ্বায়ক করে বৃহস্পতিবার বিকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ তদন্ত কমিটিকে তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন- সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ফারুক হোসেন ও ভোলা বিআইডব্লিটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান। ফেরিতে আগুন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির সদস্য ভোলা বিআইডব্লিটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান  শুক্রবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তদন্ত কমিটির সদস্যদের কোনও সভা হয়নি। যেহেতু সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে হয়তো আজ-কালের মধ্যে তদন্তের কার্যক্রম শুরু হবে। দুর্ঘটনা কবলিত ফেরিটি যানবাহনসহ লক্ষীপুর ফেরিঘাটে নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি’র ভোলা ইলিশা ফেরি ঘাটের ম্যানেজার মো. পারভেজ খান জানান ঘটনার পর গতকাল বৃহস্পতিবার বিকালে বিআইডব্লিউটিসি’র মহাব্যবস্থাপক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান ফেরিটি পরিদর্শন করেন। নদীর মধ্যে কোনও দুর্ঘটনা ঘটলে তা দেখার দায়িত্ব মেরিন বিভাগের। ফেরিতে আগুন

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিঘাট থেকে ১৬টি পণ্যবাহী পরিবহন নিয়ে ভোলার উদ্দেশে আসছিল ‘কলমিলতা’ নামে একটি ফেরি। পথে হঠাৎ করেই একটি গাড়িতে আগুন লেগে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রাক, কাভার্ড ভ্যান, মোটরসাইকেল সহ ৯টি মালবাহী পরিবহন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী ও পরিবহন চালকরা।

ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। 

আরও পড়ুন- 

মাঝ নদীতে ফেরিতে আগুন, পুড়লো পণ্যবাহী ৮টি ট্রাক (ভিডিও)

মেঘনার গুনগুনিয়া চরে নোঙর করে রাখা হয়েছে ফেরি কলমিলতা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?