X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মোজাম্বিকে জঙ্গি হামলায় নিহত ৭, নিখোঁজ অর্ধশতাধিক

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২১, ১১:০৮আপডেট : ২৯ মার্চ ২০২১, ১১:১১

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের পালমা শহরে জঙ্গি হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৬০ জন। এলাকাটিতে গত বুধবার থেকেই সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে। এই সংঘাত ক্রমেই রক্তক্ষয়ী রূপ নেয়। সর্বশেষ শুক্রবার নিহত সাত জনের প্রায় সবাই বিদেশি নাগরিক বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মোজাম্বিকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর সারঙ্গা জানান, একটি হোটেলের জিম্মিদশা থেকে পালিয়ে বের হওয়ার চেষ্টাকালে সাত জন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, বুধবার শহরটিতে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘাত শুরুর পর ওই এলাকা ছাড়তে শুরু করে মানুষ। তবে হোটেলে আটকা পড়েন গ্যাসকর্মী হিসেবে কাজ করা কিছু বিদেশি নাগরিকসহ আরও অনেকে। সেনাবাহিনী তাদের উদ্ধারের চেষ্টাকালে জঙ্গিরা ফের হামলা চালায় জঙ্গিরা। এতে হতাহতের ঘটনা ঘটে।

জিম্মিদশা থেকে পালিয়ে যাওয়া একজন ঠিকাদার বিবিসিকে বলেছেন, স্থানীয় সরবরাহকারী ও প্রতিষ্ঠানগুলো লোকজনকে উদ্ধারে ব্যাপক চেষ্টা করেছে। তবে বৃহৎ কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় ও বিদেশিসহ কয়েকশ‌’ মানুষকে উদ্ধারে সমর্থ হয়েছে সেনাবাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের উদ্ধারে মোজাম্বিকে সামরিক বাহিনীর সদস্যদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে এই হামলার ফলে আফ্রিকা মহাদেশে ফ্রান্সের বিশাল একটি বিনিয়োগ প্রকল্প হুমকির মুখে পড়েছে। কেননা, ঘটনাস্থল এলাকাতেই ফরাসি প্রতিষ্ঠান টোটাল গ্যাসের কয়েক বিলিয়ন ডলারের একটি প্রকল্প চালু রয়েছে। মূলত ওই প্রকল্পকে কেন্দ্র করেই এলাকাটিতে ফ্রান্স, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার বহু বিদেশি ঠিকাদার ও কর্মীরা অবস্থান করছিলেন। তবে পরিস্থিতি মোকাবিলায় মোজাম্বিকের নিরাপত্তা বাহিনীর ওপর আস্থা রাখার কথা জানিয়েছে টোটাল কর্তৃপক্ষ।

/এমপি/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!