X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
নির্মাতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

পোশাক ছাড়া অডিশনের প্রস্তাব পেয়েছিলাম: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০২১, ১৮:৩৮আপডেট : ২২ মার্চ ২০২১, ০১:৫৯

এর আগে ‘আনফিনিশড’ শিরোনামের আত্মজীবনীতে প্রিয়াঙ্কা তুলে ধরেছিলেন এক পরিচালক কীভাবে তাকে বিব্রত করেছিলেন, সেই গল্প।

এবার আরেক পরিচালক প্রসঙ্গে বিস্ফোরক তথ্য দিলেন। জানালেন, বলিউডের এক খ্যাতিমান নির্মাতা পোশাক ছাড়াই তার সামনে আসতে বলেছিলেন! আর সেখান থেকে পালিয়ে বেঁচেছিলেন এই বলি-হলি তারকা।

সম্প্রতি অপরাহ উইনফ্রের শো ‘সুপার সউল’-এ উপস্থিত হয়ে এ মন্তব্যটি করেছেন প্রিয়াঙ্কা।

তার ভাষ্য, ‘‘ছোটবেলা থেকেই মা আমাকে বলতেন, নিজ পায়ে দাঁড়াতে হবে। অর্থ উপার্জন করতে হবে। আমার কাছে নিজের পায়ে দাঁড়ানো বড় হয়ে উঠেছিল। যখন বলিউডে এলাম, সারাক্ষণ কাজ খুঁজতাম। তবে এর জন্য যে আমাকে নোংরা প্রস্তাব সহ্য করতে হবে, তা বুঝতে পারিনি। আমাকে একবার এক পরিচালক অডিশনে বলেছিলেন, ‘পোশাক খুলে স্ট্রিপ করে দেখাও। অন্তর্বাসও খুলতে হবে।’ আজ মনে হয়, সেদিন কেন প্রতিবাদ করিনি। কেন চুপচাপ সেখান থেকে বেরিয়ে এসেছিলাম!’’

অপরাহর অনুষ্ঠানে এসেছে স্বামী নিক জোনাসের প্রসঙ্গও। প্রিয়াঙ্কা সেখানে জানান তাদের শুরুর দিনগুলোর কথা।

বয়সের ব্যবধানের জন্য নিকের সঙ্গে ডেটে যেতে উদ্বিগ্নতা কাজ করতো এই তারকার।



প্রিয়াঙ্কা বলেন, ‘আমি প্রথমে আসলেই ওকে বাইরে থেকে বিচার করেছিলাম। সত্যি বলতে ও যখন মেসেজ দিতো আমি অতটা গুরুত্ব দেইনি। আমার বয়স ছিল ৩৫ আর আমি বিয়ে করে মা হতে চাইতাম। ওর বয়স ছিল ২০-এর ঘরে... আমি আসলে বুঝিইনি যে সে একটা সম্পর্কে যেতে আগ্রহী। নিজেও তার সম্পর্কে তেমন কিছু ভাবতাম না।’

২০১৭ সালে এক পার্টিতে প্রথম সাক্ষাৎ হয় নিক-প্রিয়াঙ্কার। এরপর থেকে সখ্য ও প্রেম। তারপর বিয়ে।

তাদের দাম্পত্য জীবনে নিজের বাবা-মায়ের সাংসারিক বন্ধনের ছায়া খুঁজে পান বলেও জানান বলিউডের প্রভাবশালী এই নায়িকা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!