X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পর্যটন স্পটে উপচে পড়া ভিড়ের সম্ভাবনায় ট্যুরিস্ট পুলিশের নানা উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৪:৩১আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৪:৩১

আসন্ন ছুটিতে পর্যটন স্পটগুলোতে প্রচুর পরিমাণে পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে। করোনা সংক্রমণ রোধে পর্যটকদের স্বাস্থ্য বিধি মানার অনুরোধ জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। একই সঙ্গে ট্যুরিস্ট পুলিশ “বাড়তি পর্যটক বাড়তি সেবা” শ্লোগানে পর্যটকদের নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা বিধানে বিশাল কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনটি সরকারিভাবে উদযাপন করা হয়। ১৭ মার্চের পাশাপাশি ১৯ ও ২০ মার্চ সরকারি ছুটি থাকায় পর্যটন স্পটগুলোতে প্রচুর পরিমানে পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন যে, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে ঘিরে এলাকায় প্রচুর পর্যটক সমাগম হবে বলে আমার ধারনা। ইতিমধ্যে কক্সবাজার এলাকার প্রায় সব হোটেল-মোটেলের অগ্রিম বুকিং সম্পন্ন হয়ে গেছে। আমরা জেলা পুলিশের সাথে সমন্বয় করে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার আলোকে পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকব। তবে কোভিড-১৯ সংক্রমণ যেন বৃদ্ধি না পায় সে জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা হবে।”

এর আগে গত ২১ ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছিল কক্সবাজার-কুয়াকাটা সমুদ্র সৈকত এবং জাফলং ও পার্বত্য অঞ্চলসহ দেশের অন্যান্য গুরত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে। এসব এলাকার হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজগুলো ছিল পর্যটকে ভরপুর। অনেকেই হোটেলে রুম পাননি।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ছুটির এই দিনগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশা ও নানা বয়সের হাজারও মানুষের পদচারণায় মুখরিত হবে দেশের দর্শনীয় স্থানগুলো। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ব্যাপক পর্যটকের আগমন ঘটতে পারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সাগর কন্যা কুয়াকাটা, সিলেটের জাফলং, চা-বাগানসহ অন্যান্য স্পষ্টে। আগত এসব পর্যটকের সার্বিক নিরাপত্তাং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ফুট পেট্রোলিং, বাইসাইকেল পেট্রোলিং, মোটরসাইকেল পেট্রোলিং, পিকআপ টহল এবং সী-বীচে স্যান্ড সাপোর্ট ভেহিক্যাল, বীচবাইক ও ওয়াটার বাইক এর মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

                

/সিএ/এফএএন/        
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়