X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু ও আতাতুর্কের মধ্যে আদর্শিক মিল রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২৩:৩৫আপডেট : ০৮ মার্চ ২০২১, ২৩:৫১

ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তুরস্কের কামাল আতাতুর্কের আদর্শিক ও নীতিগত সাদৃশ্য রয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক ৭ই মার্চ বিষয়ক এক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

সোমবার (৮ মার্চ) দুদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও তুরস্কের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ফাতিহ সুলতান মেহমেত বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে ‘লিডারশিপ বিয়ন্ড দ্যা বর্ডার’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করে। যেখানে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কূটনৈতিক প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ছাত্রছাত্রীরা অংশ নেন।

কনস্যুলেট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় ওয়েবিনারে সুলতান মেহমেত বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর অধ্যাপক ড. ফাহমেদিন বাশার, ইতিহাসবিদ অধ্যাপক ড. আজমি ওজজান এবং ইলদিজ টেকনিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও দক্ষিণ-এশিয়া বিষয়ক গবেষক এলিফ বালি কুরতারির বক্তব্য রাখেন।

এলিফ বালি কুরতারির দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের স্বাধীনতার অর্জনে নেতৃত্বের অবদানের কথা তুলে ধরেন । ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের বঙ্গবন্ধু ও তুরস্কের আতার্তুকের আদর্শ, দর্শন ও চিন্তা-চেতনার ওপর এক তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। যেখানে তিনি এই তিন মহান নেতার গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, শান্তি ও সম্প্রীতি এবং মানবাধিকারের বিষয়ে আদর্শিক ও নীতিগত সাদৃশ্য রয়েছে বলে মন্তব্য করেন ।

আজমি ওজজান বাংলাদেশ-তুরস্কের মধ্যকার ঐতিহাসিক যোগসূত্রের এক প্রাঞ্জল বর্ণনা করতে গিয়ে এ দু’টি দেশকে একই ইতিহাসের দুই সন্তান হিসেবে অভিহিত করেন। খেলাফত আন্দোলনের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করে তিনি তুরস্কের স্বাধীনতায় বাঙ্গালী মুসলিমদের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

ভাইস-রেক্টর অধ্যাপক ড. ফাহমেদিন বাশার তার সূচনা বক্তব্যে কনস্যুলেটকে এধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি দু’দেশের মধ্যকার শিক্ষা ও গবেষণার পর্যায়ে আরও অধিকতর যোগাযোগ বাড়ানোর উপর তাগিদ দেন ।
ওয়েবিনারের শুরুতে কনসাল জেনারেল ইসলাম ৭ মার্চ ভাষণের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও বর্তমান বিশ্ব বাস্তবতায় এর প্রাসঙ্গিকতার ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম