X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সাংবাদিক মোশাররফ রুমী মারা গেছেন

বিনোদন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২০:২৬আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৮:৪৭

বিনোদন সাংবাদিক মোশাররফ রুমী মারা গেছেন। আজ (৮ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

তার ছোট ভাই মাসুদ হাসান রনি তথ্যটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম হৃদরোগে আক্রান্ত হন রুমী। তখন চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাসায় ফিরেছিলেন। কিন্তু পরে শারীরিক অবস্থা আবারও খারাপ হলে গত ১ মার্চ তাকে ভর্তি করা হয় মুগদা জেনারেল হাসপাতালে। এখানেই ৮ মার্চ বিকালে মারা যান রুমী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী সর্বশেষ দৈনিক মানবজমিনে কর্মরত ছিলেন।

মাসুদ হাসান রনি জানান, এশার নামাজের পর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে তার জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

রুমী দীর্ঘদিন ধরে ব্লাডপ্রেসার ও ডায়াবেটিসে ভুগছিলেন। তবে নিয়মিতই চিকিৎসা নিতেন। প্রয়াত এ সাংবাদিক দৈনিক মানব জমিনের শুরু থেকে টানা ২২ বছর বিনোদন বিভাগ প্রধানের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার শুরু করেন ৯০ দশকে আবদুর রহমান সম্পাদিত প্রিয়জন ম্যাগাজিন দিয়ে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক