X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এবার চীন-মার্কিন ‘গেম অব ড্রোনস’

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২১, ১৯:৫৯আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৯:৫৯

চীনা ড্রোন জায়ান্ট ডিজিআই টেকনোলজি কোম্পানি লিমিটেড গত দশকে যুক্তরাষ্ট্রে এত সফলভাবে ব্যবসা করে আসছে যে বাজারের সব প্রতিদ্বন্দ্বিকে তারা পেছনে ফেলে দিয়েছে। তবে গত কয়েক মাস ও সপ্তাহে কোম্পানি অভ্যন্তরীণ বিরোধে জড়িয়ে পড়েছে। এর ফলে কোম্পানিটিতে কর্মী ছাঁটাই ও চলে যাওয়ার ঘটনা ঘটেছে। চীনা কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ফলশ্রুতিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

প্রায় দুই ডজন সাবেক ও বর্তমান কর্মকর্তারা কর্মী ছাঁটাই ও চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ব্যবস্থাপক প্রতিদ্বন্দ্বি কোম্পানিতে যোগ দিয়েছেন। চীনা কোম্পানির বিরুদ্ধে মার্কিন বিধিনিষেধের ফলে এসব সমস্যা সৃষ্টি হয়েছে।

২০২০ সাল পর্যন্ত কোম্পানিটির সিনিয়র এক্সিকিউটিভের দায়িত্ব পালনকারী চার ব্যক্তি জানান, ডিজিআইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ম্লান হয়ে আসছে।

গত বছর ডিজেআই-এর ২০০ জনের শক্তিশালী টিম ছাঁটাই বা পদত্যাগ করেছে। তিন সাবেক ও একজন বর্তমান কর্মী বিষয়টি নিশ্চিত করে জানান, নিউ ইয়র্ক, বুরব্যাংক ও পালো আল্টো কার্যালয়ের এসব ঘটেছে।

এই বছরের ফেব্রুয়ারি মাসে কোম্পানির যুক্তরাষ্ট্র প্রধান পদত্যাগ করেছেন এবং কোম্পানি অবশিষ্ট আর অ্যান্ড কর্মীদের লে-অফ করে।

যুক্তরাষ্ট্রে কোম্পানিটির কর্মীদের পদত্যাগ সম্পর্কে কোনও মন্তব্য করেনি ডিজেআই। ২০০৬ সালে ধনকূবের ফ্রাংক ওয়াং প্রতিষ্ঠিত কোম্পানিটি ওয়াশিংটন-বেইজিংয়ের বাণিজ্য ও কূটনৈতিক বিরোধের ক্ষতিগ্রস্ত কোম্পানির একটি। যেমন ক্ষতির মুখে পড়েছে হুয়াওয়ে ও বাইটড্যান্স।

কোম্পানি ও প্রতিদ্বন্দ্বিদের মতে, সাময়িক ক্ষতির মুখে পড়লেও বাজারে শীর্ষস্থান দ্রুত হারাবে না ডিজেআই। তবে ডিসেম্বরে মার্কিন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি আদেশের ফলে কোম্পানিটি মার্কিন ক্রেতাদের সেবা করার সুযোগ সীমিত হতে পারে।

ডিজেআই ছেড়ে যাওয়া এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, কর্মী ছাঁটাইয়ের কারণে তিনি হতাশ ছিলেন। তিনি এই ঘটনাকে মার্কিন টিম ও চীনা সদর দফতরের মধ্যকার অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই হিসেবে মনে করেন। চীন-মার্কিন উত্তেজনার ফলে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ সরকারি কাজ পাওয়া কমে গেছে।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা