X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু: মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৯:৪৭আপডেট : ০৮ মার্চ ২০২১, ২০:১৬

নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী রুবাইয়া ইয়াসমিন রিমুর মৃত্যুকে কেন্দ্র করে অপহরণ ও হত্যা মামলা হয়েছে। ওই দুর্ঘটনায় বাহজাত জুলফিকার রিজভীকে জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। সোমবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ওই মামলা থেকে রিজভীর নাম প্রত্যাহারের দাবিসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষে কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান বলেন, ‘রিজভী মেধাবী একজন ছাত্র এবং এলাকার পরপোকারী ছেলে। সেদিন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মানবিক সহযোগিতায় এগিয়ে যান তিনি। অথচ নিহতের বাবার দায়ের করা অপহরণ ও হত্যা মামলার আসামি হয়েছেন রিজভী। এমনটি হলে মানুষের বিপদে কেউ কি এগিয়ে আসবে? আমরা ওই মামলা থেকে নির্দোষ রিজভীর নাম প্রত্যাহার চাই।’

রিজভীর সহপাঠী রেজোয়ান হাসান বলেন, ‘রিজভী নীলফামারী সরকারি কলেজ থেকে এবারে এইচএসসি পাশ করেছে। এলাকার ছোটভাই হিসেবে দুর্ঘনার শিকার ফয়সাল এবং রিমুকে সহযোগিতার জন্য ছুটে যায় হাসপাতালে। অথচ তার বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে। আমরা ওই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।’

কচুকাটা এলাকার আব্দুল মালেক (৫৫) বলেন, ‘রুবাইয়া ইয়াসমিন রিমুর সঙ্গে ফজলুল করিম ফয়সালের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের ধরে তারা দুজনে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। রিজভী ফয়সালের ফোন পেয়ে তাদের সহযোগিতায় এগিয়ে যান। তাদের চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। অথচ মামলায় বলা হয়েছে রিমুকে অপহরণ ও হত্যার ঘটনায় রিজভী ফয়সালের সহযোগী। আমরা ওই মামলা প্রত্যাহার চাই।’

উল্লেখ্য, গত ১ মার্চ সকাল ৯টার দিকে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে জেলার জলঢাকা রাজারহাট নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হন ফজলুল করিম ফয়সাল ও রুবাইয়া ইয়াসমিন রিমু। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে রিজভীর সহযোগিতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রিমুর মৃত্যু হয়। এ ঘটনায় রাত ১২টার দিকে রিমুর বাবা মেয়েকে অপহরণ এবং মোটরসাইকেলে থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগে ফয়সাল ও রিজভীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

নিহত রিমু নীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়নের তালুক মানুষমারা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। ফয়সাল একই ইউনিয়নের ব্রমতল গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে এবং ঢাকার সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

অপরদিকে রিজভী কচুকাট বন্দরপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত জাহেদুল ইসলামের ছেলে। তিনি এবারে নীলফামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় মেয়ের বাবা আব্দুর রাজ্জাক ঘটনার দিন থানায় একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন আছে। লাশের ময়নাতদন্ত হয়েছে। তদন্তে জানা যাবে এটি হত্যা, নাকি দুর্ঘটনা।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি