X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে আনসার সদস্য ও রংপুরে শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহ ও রংপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৪:০৫আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৪:১০

ময়মনসিংহের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) কর্মরত শশ্রী নয়ন মোদক (২৮) নামের এক আনসার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে রংপুরের বদরগঞ্জে দেড় মাস বয়সী শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি জানান, সোমবার (৮ মার্চ) সকাল ৬টার সময় বিনার পেছন গেটে আনসার বক্সে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শশ্রী নয়ন মোদকের মৃতদেহ উদ্ধার করা হয়। বিনার নিরাপত্তা পরিদর্শক ছিদ্দিকুর রহমান জানান, ফজরের নামাজের পর সাকলণ ৬টার দিকে বিনার ডিউটিরত অপর আনসার সদস্য জামিল হোসেন নয়ন মোদকের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে নয়নের মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত আনসার সদস্য নয়নের গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। নয়ন গত বছরের ১৫ ডিসেম্বর বিনায় আনসার সদস্যের দায়িত্বে যোগদান করেন।

নয়ন মোদকের মৃতদেহ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে নয়ন মোদকের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।

অন্যদিকে সোমবার (৮ মার্চ) সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার দিলালপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের একটি পুকুর থেকে দেড় মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবা মায়ের দাবি এটা জিনের কাজ। তারা শিশুটিকে নিয়ে গিয়ে বাসার অদূরে পুকুরে ফেলে দিয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ শিশুটির পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।

শিশুটির লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। তিনি জানান, বানিয়া গ্রামের হামিদুল হক ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের পঞ্চম ছেলে সন্তান দেড় মাস আগে জন্ম হয়েছে। তাদের পর পর চারটি ছেলে সন্তান হওয়ায় আশা করেছিলো এবার তাদের মেয়ে সন্তান হবে। কিন্তু এবারেও ছেলে সন্তান হওয়ায় মা-বাবা দুজনেই হতাশ ছিল। মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি পুকুরে দেড় মাস বয়সী এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নিহত শিশুটির মা ফরিদা ইয়াসমিন জানান সোমবার রাতে শিশুটিকে বিছানায় ঘুম পাড়িয়ে ঘরের কাজ করছিলেন। কাজ শেষে রাত সাড়ে দশটার দিকে ঘরে গিয়ে দেখেন শিশুটি নেই। অনেক খোঁজ করেও শিশুটির কোনও সন্ধান পাননি তারা। তার দাবি জিন-ভুত এ ধরনের কাজ করে থাকতে পারে। শিশুটির বাবা হামিদুল হকেরও একই দাবি।

ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় শিশুর বাবা ও মাকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা