X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের তথ্য দেওয়ার সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ২২:১১আপডেট : ০৭ মার্চ ২০২১, ২২:১১

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মকর্তা-কর্চমচারীদের অনুদান পেতে তথ্য দেওয়ার সময় বাড়িয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (৭ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।নতুন জারি করা আদেশ অনুযায়ী, আগামী ১৫ মার্চ পর্যন্ত তথ্য পাঠানো যাবে।

এর আগে দুপুরে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘কর্তৃপক্ষ আবেদনের সময় বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছে। আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক  ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে। এ বিষয়ে কোনও ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান পাওয়ার জন্য অনলাইনে আবেদনের সময় প্রথম দেওয়া জানানো হয়েছিল  গত ১৮ জানুয়ারি। ওই দিন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল— ‘১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।’ তখন আবেদন করার বিস্তারিত নির্দশনাও দেওয়া হয়েছিল আদেশে।  আরও বলা হয়েছিল, ‘নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে, অন্যথায় সময় বাড়ানো হবে না।’

তবে এই সময়ের মধ্যে সরকারের কাছে সব তথ্য না পৌঁছালে ২৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আবেদনের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে।

কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার (৭ মার্চ) পর্যন্তও আবেদন করতে পারেনি। এ কারণে আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় বাড়িয়ে  আজ  পুনরায় আদেশ জারি করা হয়।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করে ৪ মার্চ। এতে বলা হয়, অসৎ উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে অনুদান পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন মোবাইল ফোনে এনআইডি, বিকাশ নম্বর, গোপন পিন নম্বর ইত্যাদি চাওয়া হচ্ছে মন্ত্রণালয়ের পরিচয়ে।  এ বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ জানায় মন্ত্রণালয়।’

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা