X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ভালো খেলেও হারলো মোহামেডান!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৯:১৮আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৯:১৮

আক্রমণ করেও গোল পাচ্ছিল না মোহামেডান স্পোর্টিং লিমিটেড। অন্য দিকে সুযোগ পেয়েই লক্ষ্যভেদ করেছে শেখ জামাল। আর তাতে দুই অর্ধে দুই গোলের সুবাদে প্রিমিয়ার লিগে শেখ জামাল জিতেছে ২-০ গোলে।

রবিবার শেখ জামাল ১২ ম্যাচে সাত জয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে তৃতীয় হারে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে মোহামেডান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২ মিনিটে এগিয়ে যেতে পারতো মোহামেডান।বক্সের একটু ওপর থেকে নাইজেরিয়ান আবিওলা নুরাতের কোনাকুনি শট লাফিয়ে উঠে ফিস্ট করে ফেরান গোলরক্ষক সামিউল ইসলাম মাসুম।

চতুর্থ মিনিটে ভুল বোঝাপড়ায় গোল খেতে বসেছিল মোহামেডান। মোহাম্মদ আতিকুজ্জামানের ব্যাক পাস নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না গোলরক্ষক আহসান হাবিব বিপু। বল ছুটছিল গোলের দিকে। শেষ মুহূর্তে ছুটে গিয়ে কর্নারের বিনিময়ে তা রক্ষা করেন এই গোলকিপার।

২০ মিনিটে সোলেমানে দিয়বাবাতে সাইড ভলি বক্সের প্রান্তে ডিফেন্ডার রেজাউল করিমের হাতে লাগলে পেনাল্টির জোরালো আবেদন করে মোহামেডান। কিন্তু রেফারির সাড়া মেলেনি তাতে। উল্টো ২৫ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। পা ওমর জোবে কাট ব্যাক করেন ভালিয়েনভ ওতাবেকের উদ্দেশে। ঠাণ্ডা মাথায় ডান পায়ের বাঁকানো শটে গোলকিপার বিপুকে পরাস্ত করেন উজবেকিস্তানের এই ফুটবলার।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণের দুটি ভালো সুযোগ নষ্ট হয় শেখ জামালের। মোহামেডানের ডিফেন্ডার কামরুল ইসলামের কাছ থেকে বল কেড়ে নিয়ে জাহিদ হোসেনের আড়াআড়ি ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি ওমর জোবে। ৪৭ মিনিটে ওতাবেকের শট রুখে দেন বিপু।

৫৪ মিনিটে বাঁ দিক থেকে নুরাতের ক্রসে দূরের পোস্টে থাকা আমির হাকিম বাপ্পীর ডাইভিং হেড পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি মোহামেডানের। তবে ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় শেখ জামাল। বাঁ দিক থেকে ওমর জোবের ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন সলোমন কিং।

শেষপর্যন্ত এই স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছে শফিকুল ইসলাম মানিকের দল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট