X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শ্যামাপ্রসাদ না থাকলে আমাদেরকে বাংলাদেশে থাকতে হতো: শুভেন্দু

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৯:০৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:৫২
image

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলে পশ্চিমবঙ্গ কাশ্মিরে পরিণত হবে উল্লেখ করে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুধু তা-ই নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে ভারতীয়দের বাংলাদেশে বসবাস করতে হতো বলেও উল্লেখ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

একসময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী ছিলেন শুভেন্দু। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। শুধু তা-ই নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে মমতার বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকতে শনিবার থেকেই কলকাতায় রয়েছেন শুভেন্দু। এদিন বেহালায় এক সমাবেশে অংশ নেন তিনি।

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে এ বিজেপি নেতা বলেন, ‘‌শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে দেশটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হতো। আজ আমাদের বাংলাদেশে বাস করতে হতো। তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় ফিরলে এই বাংলাকে কাশ্মিরে পরিণত করবে।’‌ 

এদিকে কাশ্মিরকে জড়িয়ে শুভেন্দুর বিতর্কিত মন্তব্যের জবাব দিয়েছেন রাজ্যটির প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি বলেন, ‌আপনাদের মতো বিজেপি নেতারাই তো দাবি করে থাকেন, ২০১৯ সালের আগস্ট মাসের পর কাশ্মির স্বর্গে পরিণত হয়েছে। সেক্ষেত্রে বাংলা কাশ্মিরে পরিণত হলে অসুবিধা কোথায়?‌’‌ ওমর আবদুল্লাহ আরও বলেন, ‘‌বহু বাঙালি আমাদের এখানে বেড়াতে আসেন। এই কাশ্মিরকে ভালোবাসেন। তাই এই নিম্নরুচি-নির্বোধ মন্তব্যের জন্য আপনাকে ক্ষমা করলাম।’‌

উল্লেখ্য, আজকের যে বিজেপি, তার সূচনা হয়েছিল পশ্চিম বাংলার প্রয়াত রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে। স্বাধীনতার পর নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্পমন্ত্রী হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। মন্ত্রিসভায় যোগ দিলেও সব সময় কংগ্রেসের বিরোধিতা করেছেন তিনি। তারপর ১৯৫১ সালে নেহরুর সাথে মনোমালিন্য চরমে ওঠায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে পরের বছরই অর্থাৎ ১৯৫২ সালের ২৬ জুন কট্টর হিন্দু সংগঠন আরএসএসের (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) সহযোগিতায় জনসংঘ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। ওই জনসংঘই পরে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নাম নেয়। হিন্দু কট্টরপন্থীদের কাছে তিনি পূজনীয় এক নেতা।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ