X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইউপি নির্বাচনে নৌকায় ভোট চাইলেন পলক

নাটোর প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ২০:৪২আপডেট : ০৬ মার্চ ২০২১, ২০:৪২

চলনবিলসহ আশপাশের এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি বলেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকার পর নৌকাকে বিজয়ী করায় চলনবিলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামী ইউপি নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে।

শনিবার (৬ মার্চ) বিকালে সিংড়া উপজেলার শহরবাড়ি ও কয়ড়াবাড়ি গ্রামে তিন কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে দুই কিলোরমিটার সাবমার্সিবল রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক সময় চলনবিলে পায়ে হাঁটার সড়ক ছিল না। এমন পরিস্থিতিতে ২৬ বছর বয়সে চলনবিলবাসী আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান। এরপর জনগণের আশার প্রতিফলন ঘটাতে কাজ করি। এরই ধারাবাহিকতায় চলনবিলে একের পর এক উন্নয়ন কাজ বাস্তদবায়ন হয়েছে।

তিনি স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশ বিনির্মাণে স্মরণীয় ভূমিকা রেখেছিলেন। এখন আবার তারই যোগ্য উত্তরসূরী হিসেবে দেশ গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে পলক বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের হাতে কেউ নিরাপদ ছিল না। কারন তারা জনগণকে ভাওতাবাজি ছাড়া কিছু দিতে পারেনি।

তিনি বলেন, নির্বাচনের সময় মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। বলা হয়, নৌকায় ভোট দিলে দেশ ভারত হবে, মাথায় টুপি থাকবে না। অথচ তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই মানুষ এসব কথা আর বিশ্বাস করে না। বর্তমানে সিংড়াসহ দেশের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে কাজ করছে শেখ হাসিনা সরকার। এ অবস্থায় আগামী ইউপি নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যহত রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

ইউপি সদস্য আবু হানিফের সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরফরাজ নেওয়াজ বাবু, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও ইউপি সদস্য বাবু।

এর আগে, প্রতিমন্ত্রী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

/টিটি/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়