X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সুস্থ ধারার কনটেন্ট তৈরি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান পলকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ০১:৩৩আপডেট : ০৬ মার্চ ২০২১, ০১:৩৩

তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সৃজনশীল ও সুস্থ ধারার বিনোদনমূলক কনটেন্ট তৈরির মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণে অবদান রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৫ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ‘মুজিব আমার পিতা– বাংলাদেশে অ্যানিমেশন ফিল্মের নব দিগন্ত’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সুস্থ চলচ্চিত্র, সুস্থ সমাজ গঠনে “মুজিব আমার পিতা” ২০২১ সালের ঐতিহাসিক ও স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক স্বাধীনতা এবং তার কন্যার অর্থনৈতিক মুক্তিকে টেকসই করতে তার দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তুলতে আইসিটি বিভাগ সাধ্যের সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তিনি সুস্থধারার কন্টেন্ট তৈরির কাজে তরুণদের সম্পৃক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে সহযোগিতার জন্য অন্যান্য মন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতি আহ্বান জানান।

মুজিব আমার পিতা অ্যানিমেশনটি বিশ্বমানের হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের নাফিস ইকবাল কুংফু পান্ডা করে দুইবার অস্কার পেয়েছে। সোহেল রানার দলও অস্কার পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু কুংফু পান্ডার মতো পারিপার্শ্বিকতা বা প্ল্যাটফর্ম করে দিচ্ছে! ওইরকম ভাবে আমাদের সরকারি-বেসরকারি খাত থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে নতুন প্রজন্ম আরও এগিয়ে যাবে।’

এ ধরনের চলচ্চিত্র প্রদর্শন ও তৈরির জন্য রাজশাহী বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এবং অন্য আরও ১২টি হাইটেক পার্কে আধুনিক সিনেপ্লেক্স স্থাপন করা হচ্ছে জানান পলক। তিনি বলেন, ‘এ বছরই রাজশাহীতে এর একটি উদ্বোধন করা হবে।’

তারজিনা সুলতানা আশার সঞ্চালনায় ‘মুজিব আমার পিতা’ গ্রাফিক নভেলের অ্যানিমেশন নির্মাণকারী প্রতিষ্ঠান ‘প্রোলেন্সার স্টুডিও’ দলের নির্মাতারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এই আড্ডায় অংশ নেন– অ্যানিমেটর ও চলচ্চিত্রটির পরিচালক সোহেল মোহাম্মাদ রানা, শিল্পী মনিরা আলম এবং রফিউজ্জামান রিদম।

আলোচনায় অংশ নিয়ে দেশে অ্যানিমেশন চলচ্চিত্র শিল্প বিকাশে আইসিটি বিভাগের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান সিআরআইয়ের সমন্বয়ক তন্ময় আহমেদ।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে তিনটি দ্বি-মাত্রিক চলচ্চিত্র (অ্যানিমেশন ফিল্ম) তৈরি করছে আইসিটি বিভাগ। এর মধ্যে শেষ হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা অবলম্বনে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব আমার পিতা’। এগিয়ে চলেছে মুজিব থেকে বঙ্গবন্ধু হওয়ার মধ্যবর্তী সময়কে নিয়ে ‘মুজিব ভাই’ এবং ১০ পর্বে ১০০ মিনিটের একটি অ্যানিমেশন সিরিজ ‘খোকা’ তৈরির কাজ।

 

 

/এইচএএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে