X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইরাক সফরে পোপ ফ্রান্সিস

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ২১:৩৮আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩৮

ইরাক সফরে গেছেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিন দিনের সফরের অংশ হিসেবে শুক্রবার দেশটিতে পৌঁছান তিনি। ইরাকের খ্রিস্টানদের জন্য তার এই সফর খুব তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজধানী বাগদাদ ছাড়াও মোসুল ও কারাকাসেও যাওয়ার কথা রয়েছে তার। এছাড়া ইরবিলে কুর্দি কর্তৃপক্ষের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। সেখানে প্রায় দেড় লাখ খ্রিস্টান ধর্মাবলম্বী সেন্ট্রাল ইরাক থেকে পালিয়ে গেছে।

প্রথমে আল কায়েদা ও পরে আইএস ইরাকে খ্রিস্টানদের আক্রমণ করেছে। এর ফলে লাখ লাখ খ্রিস্টান তুরস্ক, লেবানন, জর্ডান এবং উত্তর ইরাকের কুর্দি এলাকায় চলে গেছে।

কার্ডিনাল লুই রাফায়েল সাকো বলেছেন, ‘আমরা আশা করি, পোপের সফরের ফলে খ্রিস্টানদের ট্র্যাজেডির ওপর মানুষের নজর যাবে। সেই সঙ্গে সৌভ্রাতৃত্বের একটি বার্তাও যাবে। ধর্ম তো বিভাজনের জন্য নয়, বরং এক করার জন্য।’

২০০৩ সালে মার্কিন হামলার আগে ইরাকে ১৬ লাখ খ্রিস্টান ছিল। এখন আছে মাত্র তিন লাখ। তারপর থেকে ৫৮টি চার্চ হয় ভেঙে ফেলা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদ্দাম হুসেনের সময় খ্রিস্টানরা বৈষম্যের শিকার হলেও নিরাপত্তার অভাব বোধ করেনি। কিন্তু মার্কিন হামলার পর পরিস্থিতি একেবারে বদলে যায়। আল কায়েদা প্রথমে বিশপ এবং অন্য খ্রিস্টান ধর্মযাজকদের অপহরণ ও হত্যা শুরু করে। চার্চ ও খ্রিস্টানদের জমায়েতে আক্রমণ শুরু হয়। শুক্রবার পোপ যেখানে সমাবেশ করবেন, সেখানে ২০১০ সালে ৪৮ জনকে মারা হয়েছিল। মসুলে আইএস প্রবেশের অল্প সময়ের মধ্যে খ্রিস্টানরা পালাতে বাধ্য হন বলে জানিয়েছেন ফাদার কারাম সামাশা।

পোপ তার সফরে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি দেশটির খ্রিস্টানদের অবস্থা কথা তুলবেন। নজফে গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানির সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এছাড়া কথা বলবেন সুন্নি মুসলিম ও ইয়াজিদি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা