X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশের পথে মেট্রোরেলের প্রথম ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২১, ২৩:৩৯আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৩:৪৬

জাপান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে দেশের প্রথম মেট্রো ট্রেনের কোচ। বৃহস্পতিবার (৪ মার্চ) বাংলাদেশ সময় বিকাল তিনটা ও জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কোবে বন্দর থেকে জাহাজযোগে ঢাকার পথে মেট্রো টেনের কোচগুলোর যাত্রা শুরু হয়েছে।

মেট্রোরেলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সরবরাহকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিতসুবিশি কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম নামে একটি প্রতিষ্ঠান মেট্রো ট্রেনের কোচগুলো সরবরাহ করছে। প্রতিষ্ঠানটিকে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের অংশ লাল-সবুজের আদলে কোচগুলো প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। এরইমধ্যে প্রতিষ্ঠানটির নির্ধারিত কারখানায় কোচগুলো প্রস্তুত করা হয়েছে। মেট্রোরেলের ট্র্যাক নির্মাণ শেষ হলে তাতে  কোচগুলো বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এরপর চলাচল শুরু করবে স্বপ্নের মেট্রো ট্রেন।

জাহাজে তোলা হচ্ছে মেট্রো ট্রেনের কোচ

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছিলেন, জাপানের ওবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে মেট্রো ট্রেনের কোচগুলো রওনা দেওয়ার সম্ভাব্য তারিখ  ২০ ফেব্রুয়ারি। বাংলাদেশের মোংলা বন্দর থেকে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে এসে পৌঁছাতে পারে ২৩ এপ্রিলে। তবে নির্ধারিত সেই তারিখের ১২ দিন পর আজ  দেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে কোচগুলো।

জানা গেছে, বাংলাদেশে আনার আগে ডিএমটিসিএলের একটি বিশেষজ্ঞ দলের জাপানে গিয়ে ট্রেনের কোচগুলো পরীক্ষা নিরীক্ষা করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে বিকল্প হিসেবে তৃতীয় পক্ষের মাধ্যমে কোচগুলো পরিদর্শন করিয়েছে কোম্পানিটি। ডিএমটিসিএলের পক্ষে এই পরিদর্শনের কাজটি করেছে  জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী