X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্ত্রী স্বামীর সম্পত্তি নয়: ভারতের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১৬:০২আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৬:০২

স্ত্রী স্বামীর সম্পত্তি বা দাসী নন। তাই বলপূর্বক তাকে যেখানে খুশি থাকতে বাধ্য করা যাবে না। মঙ্গলবার এক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালে খোরপোশের জন্য আদালতে মামলা করেন এক নারী।  সে সময় তিনি অভিযোগ করেছিলেন, ২০১৩ সালে বিয়ের পর থেকেই তিনি নির্যাতনের শিকার। বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসার জন্য তার উপর চরম অত্যাচার করতেন স্বামী। আর সেই কারণেই তিনি শেষমেশ সংসার ছাড়তে বাধ্য হন। গোরক্ষপুরের আদালত অভিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়।

গোরক্ষপুর আদালতের নির্দেশের পরেই পারিবারিক আদালতে বিবাহবন্ধনের অধিকার পুনরুদ্ধারের আবেদন করেন ওই ব্যক্তি। সেখানে তিনি তার আর্জিতে জানান, স্ত্রীর সঙ্গে সংসার করতে রাজি আছেন। স্ত্রী তার নিজের ইচ্ছায় আলাদা থাকলে তার কিছু করণীয় নেই। তাই তাকে খরপোশের ভার থেকে মুক্তি দেওয়া হোক।

এলাহাবাদ হাইকোর্টে খরপোশের নির্দেশ মওকুফের আর্জি নিয়ে পিটিশন দাখিল করেন ওই ব্যক্তি। সেখানেও একই যুক্তি দেন। এলাহাবাদ হাইকোর্ট তার আর্জি খারিজ করে। এরপরেই সুপ্রিম কোর্টের দারস্থ হন তিনি।

মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানায়, জোর করে কোনও নারীকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রাখা যায় না। তাই তিনি অন্যত্র থাকতে চাইলে সেক্ষেত্রে স্বামী জোর করে তাকে থাকতে বাধ্য করতে পারেন না।

ওই নারীর আইনজীবী অনুপম মিশ্রর অভিযোগ, তার মক্কেলের স্বামীর মূল উদ্দেশ্য খরপোশের টাকা বাঁচানো। তাই তিনি এ ধরণের 'ফন্দি' আঁটছেন।

ওই ব্যক্তি স্ত্রীকে তার কাছে ফিরে আসতে নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানায়। বিচারপতি সঞ্জয় কিশন কাউল এবং বিচারপতি হেমন্ত গুপ্তের এসসি বেঞ্চ সেই আর্জি খারিজ করেন। প্রত্যুত্তরে বলেন, ‘আপনি কী ভাবেন বলুন তো? একজন নারী কোনও সম্পত্তি বা দাসী নাকি যে আমরা তাকে বলব যে যান স্বামীর সঙ্গে গিয়ে বাস করুন?’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী