X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিদায়ের সুর পাল্টে ফাইনালের আনন্দ, বার্সেলোনা হলে সব সম্ভব

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১২:৩২আপডেট : ০৪ মার্চ ২০২১, ১২:৩২

নির্ধারিত সময় শেষ হয়ে তখন ইনজুরি টাইমের খেলা চলছে। কোপা দেল রের ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে একটা গোল করতেই হবে বার্সেলোনাকে। তাতে অন্তত ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়া যাবে। যেমন প্রয়োজন, তেমনি প্রাপ্তি! জেরার্দ পিকের মাথা ছুঁয়ে বল জড়িয়ে গেল জালে। বিদায়ের সুর বাজতে থাকা ন্যু ক্যাম্পে তখন স্বস্তির হওয়া। এরপর অতিরিক্ত সময়ের শুরুর দিকেই আরেকটি গোল পেয়ে ফাইনালের আনন্দেও মেতে উঠলো বার্সেলোনা।

কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে শেষ দিকের নাটকীয়তায় ফাইনাল নিশ্চিত করেছে রোনাল্ড কোম্যানের দল। সেভিয়ার মাঠ থেকে ২-০ গোলে হেরে ফেরায় অনেকেই বিদায় দেখেছিলেন তাদের। কেননা ঘরের মাঠের ফিরতে লেগে বার্সেলোনার শুধু জিতলেই চলতো না, মেলাতে হলো কঠিন সমীকরণ। একাগ্রতা ও আত্মবিশ্বাসে ঠিকই ওই সমীকরণ মিলিয়ে দিয়ে ফাইনালের টিকিট পেয়েছে কাতালানরা। দ্বিতীয় লেগ ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় আবারও স্প্যানিশ কাপের শিরোপা নির্ধারণী মঞ্চে তারা।

লা লিগার আগের ম্যাচেই সেভিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ থেকে ফিরেছিল ২-০ গোলে জিতে। ওই জয় নিশ্চিতভাবে বাড়তি আত্মবিশ্বাসের রসদ জুগিয়েছে। তাই একেবারে শেষ পর্যন্ত লড়ে গেছেন লিওনেল মেসিরা। উসমান ডেম্বেলের গোলে শুরুর দিকে এগিয়ে গেলেও সেভিয়ার ‘কুৎসিত’ ফুটবলে বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছিল তাদের। কিন্তু তারা বার্সেলোনা, অতীতেও ঘুরে দাঁড়িয়ে জয়ের অসংখ্য রেকর্ড আছে। তাদের পক্ষে যে সব সম্ভব, সেটা আরেকবার দেখিয়ে দিয়েছে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের শেষ দিকে পিকের গোলে স্কোরলাইন ২-০ করে খেলা অতিরিক্ত নিয়ে গিয়ে মার্টিন ব্র্যাথওয়েটের উড়ন্ত হেডে ফাইনাল নিশ্চিত।

যেহেতু প্রথম লেগ ২-০ গোলে জিতেছিল, তাই ন্যু ক্যাম্পে সেভিয়া নেমেছিল গোল না খাওয়ার শপথ নিয়ে। অতিমাত্রার রক্ষণাত্মক ফুটবল, যেটি বর্তমান সেভিয়ার দর্শনের সঙ্গে একেবারেই যায় না, সেটাই তারা করেছে বার্সেলোনা ম্যাচে। এই পদ্ধতিতে সাফল্য পেতে গিয়েও পায়নি সেভিয়া। শেষ মুহূর্তে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের।

ন্যু ক্যাম্পের ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ চালাতে থাকে বার্সেলোনা। ডেম্বেলের কয়েকটি শট উড়ে যায় বারের ওপর দিয়ে। তবে ১২তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড সফল। বক্সের বাইরে থেকে ডান পায়ে তার নেওয়া আচমকা শট বুঝেই উঠতে পারেননি সেভিয়া গোলকিপার, বল জড়িয়ে যায় জালে।

ম্যাচ বাঁচাতে পিকে যদি হন নায়ক, তাহলে গোলকিপার মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেন কী বলা হবে? জার্মান গোলকিপার পেনাল্টি সেভ না করলে তো বার্সেলোনার সমীরকরণ আরও কঠিন হয়ে যেত। কয়েক মিনিট আগে এমনিতেই স্বাগতিকদের হতাশা চেপে ধরেছিল জোর্দি আলবার শট বারে লেগে ফিরে আসায়, এর মধ্যেই আবার সেভিয়াকে পেনাল্টি ‘উপহার’ দিলেন অস্কার মিঙ্গেসা। নিজেদের বক্সে তিনি ফাউল করেন লুকাস ওকাম্পোসকে। আর্জেন্টাইন উইঙ্গারই নিলেন স্পট কিক। কিন্তু তার নেওয়া নিচু শট ডান দিকে ঝাঁকিয়ে তালুবন্দি করেন স্টেগেন।

তারপরও বিদায়ের সুর বাজছিল বার্সেলোনায়। নির্ধারিত সময় শেষে ইনজুরি টাইমেও যখন দুই লেগ মিলিয়ে এক গোলে পিছিয়ে ছিল কাতালানরা, তখন অনেকেই হয়তো শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু আতোঁয়া গ্রিজমানের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করে ম্যাচ বাঁচিয়ে রাখেন পিকে। তার কিছুক্ষণ আগেই আবার দ্বিতীয় হলুদ কার্ড দেখে ফের্নান্দো মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয়েছিল সেভিয়া।

অতিরিক্ত সময়ে একজন কম নিয়ে খেলা সেভিয়া পঞ্চম মিনিটেই হজম করে তৃতীয় গোল। আলবার ক্রস ছোট বক্সের সামনে থেকে উড়ে গিয়ে হেড করে বার্সেলোনাকে অবিশ্বাস্য জয়ের সঙ্গে ফাইনালে তুলে নেন ব্র্যাথওয়েট।

তাতে দুর্দান্ত প্রত্যাবর্তনের আরেকটি গল্প লিখে নিলো কাতালানরা। বার্সেলোনার পক্ষে আসলে সবই সম্ভব!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো