X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এক প্রতিভাবান তরুণের উত্থান ও হারিয়ে যাওয়া

তানজীম আহমেদ
০৩ মার্চ ২০২১, ২২:২৪আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:২৪

আরামবাগ ক্রীড়া সংঘে দ্যুতি ছড়িয়ে প্রায় অর্ধকোটি টাকায় বসুন্ধরা কিংসে নাম লেখালেন তিনি। এর মাঝে লাল-সবুজ জার্সিও গায়ে জড়ালেন। এককথায় উজ্জ্বল সম্ভাবনায় দারুণ কিছু করার প্রতিশ্রুতি দিয়ে রাখলেন রবিউল হাসান। কিন্তু ২১ বছর বয়সে সুনাম কুড়াতে যেমন সময় লাগেনি তার, তেমনি আবার মুদ্রার উল্টো পিঠও দেখলেন দ্রুত! ফেডারেশন কাপের পর প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষের দিকে, অথচ মিডফিল্ডার রবিউলের খেলারই সুযোগ হচ্ছে না। ম্যাচ তো দূরে থাক, বসুন্ধরার অনুশীলনের ২০ খেলোয়াড়ের মধ্যেই থাকতে পারছেন না এই তরুণ!

পরিত্যক্ত মৌসুমে তবু রবিউল কিছুটা খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু করোনাভাইরাসের পর থেকে বসুন্ধরার অনুশীলনে ‘অচেনা’ একজন তিনি। দলের অনুশীলনে পারফরম্যান্স দেখেই সাধারণত ম্যাচে খেলোয়াড় তালিকা চূড়ান্ত হয়। অথচ অনুশীলনেই জায়গা পাচ্ছেন না এই মিডফিল্ডার। ফুটবলেই যেন মন নেই তার!

প্রতিভাবান ফুটবলারদের মধ্যে রবিউল অন্যতম। তার পারফরম্যান্সে এমন অধোগতি দেখে বসুন্ধরার টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু নিজেও হতাশ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের ২৯ জন খেলোয়াড় আছে। আমরা অনুশীলনে দেখি ২০ জন খেলোয়াড়ের মধ্যে কারা কারা জায়গা করে নিতে পারে। দেখা গেছে, রবিউল সেই ২০ জনের মধ্যেই থাকতে পারছে না। আগে দলের অনুশীলনে পারফরম্যান্স করে দেখাতে হবে। তারপর মাঠের খেলার জন্য বিবেচিত হবে।’

নিপু কিছুটা আক্ষেপের সুরে বললেন, ‘‘ও নিজেকে আসলে ‘হত্যা’ করছে। আমরা কখনও চাইবো না একজন খেলোয়াড় শেষ হয়ে যাক। ওকে (রবিউল) অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ও আসলে এই ক্লাবে খেলে অনেক টাকা পাচ্ছে সেই ‘গরমে’ নিজেকে ঠিক রাখতে পারছে না। এটা রবিউল নিজেই বলেছে। কিন্তু এখন খেলতে না পারলে আগামীতে ওকে কোনও ক্লাব নেবে না। ও তো আরও ৮ থেকে ১০ বছর খেলতে পারে। বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, তবে ওর মধ্যে তাড়না নেই। দেখি সামনের দিকে কী হয়।”

বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেছেন, ‘রবিউল সম্পর্কে কোনও মন্তব্য করতে চাই না। আমাদের একটাই ক্রাইটেরিয়া খেলোয়াড়দের মাঠে পারফরম্যান্স করতে হবে। সেটা প্রতিনিয়ত থাকতে হবে। যেটা খেলোয়াড়দের পক্ষ থেকেই।’

জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে নিয়মিত মাঠে বসে খেলা দেখছেন। কিন্তু রবিউলকে মাঠে দেখতে না পেয়ে দুশ্চিন্তার মেঘ জমেছে মনে। তার অধীনে ১৩ ম্যাচে ৩ গোল পাওয়া রবিউল সম্পর্কে বাংলাদেশ দলের প্রধান কোচ বলেছেন, ‘কেউ যদি ঘরোয়া ফুটবলে অনিয়মিত হয়ে যায়, তাহলে তার জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। রবিউল ভালো খেলোয়াড়। ওর মাঠে নিয়মিত খেলা উচিত।’

রবিউল কিন্তু সবার তাড়না বুঝতে পারছেন। কিন্তু কেন ফুটবলে তার ‘মন নেই’, সেটা নাকি নিজেই জানেন না! তরুণ মিডফিল্ডারের বক্তব্য, ‘আমি চেষ্টা করছি। আমার স্বপ্ন অনেক বড়, দীর্ঘদিন জাতীয় দলে খেলবো। দেশকে ভালো কিছু উপহার দেবো। কেন খেলতে পারছি না? হয়তোবা আমার নিজের দোষ। এগুলো নিয়ে কথা বলতে পারবো না। তা জানি না। আমি আমার চেষ্টার ত্রুটি করছি না। কোনও সময় চিন্তা করিনি ২০ জনের মধ্যে থাকতে পারবো না। কেন এমন হচ্ছে, বুঝতে পারছি না।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট