X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রোমানের শঙ্কা জেগেছিল, ক্যারিয়ার না শেষ হয়ে যায়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ২০:৪৮আপডেট : ০৩ মার্চ ২০২১, ২০:৪৮

বেশ কিছুদিন ধরেই রোমান সানার পারফরম্যান্স ভালো যাচ্ছে না। করোনাভাইরাস বিরতি শেষে একের পর এক প্রতিযোগিতায় নামের প্রতি সুবিচার করতে পারছেন না বাংলাদেশের আর্চারির ‘পোস্টার বয়’। সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ষষ্ঠ হওয়ার পর রিকার্ভ এককে জিতেছেন ব্রোঞ্জ। প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ার পেছনে চোটকে সামনে এনেছেন দেশসেরা আর্চার। চোটে নাকি তার ক্যারিয়ারই হুমকির মধ্যে পড়তে যাচ্ছিল!

গত তিন-চার মাস ধরে ডান কাঁধের চোটের কারণে ঠিকমতো অনুশীলন করতে পারেননি। তাই ভয়ে ছিলেন, ক্যারিয়ার না শেষ হয়ে যায়! রোমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কয়েক মাস ধরেই আমরা ডান কাঁধে ব্যথা। যে কারণে ঠিকমতো অনুশীলন কিংবা খেলতে পারছি না। এমন ব্যথা সাধারণত প্রায় সব আর্চারের হয়ে থাকে। কাঁধের এই ব্যথায় অনেক আর্চারের ক্যারিয়ার শেষ করে দিতে পারে। আমারও তেমনটি হতে পারতো। বড় টেনশনে ছিলাম এটা নিয়ে। একপর্যায়ে আত্মবিশ্বাসও কমে যাচ্ছিল।’

আশার কথা এখন চোট থেকে একটু একটু করে সেরে উঠছেন রোমান। নিজের সেরা সময়ে আবারও ফেরার প্রত্যয় তার কণ্ঠে। চোটের পর ফিজিওর সাহায্য নিচ্ছেন। ব্যায়ামও করছেন। রোমান তাই এখন বেশ আশাবাদী, ‘আমার যেই অবস্থা মনে হয়েছিল, তাতে করে খেলতে পারবো। ভালো কিছু অনেকদিন ধরে খেললে এমন চোট হয়। তবে আমার সমস্যা একটু একটু করে কেটে যাচ্ছে। মাঝে তো তীরও মারতে পারিনি। এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। ভয়ের জায়গাটা আর নেই।’

কক্সবাজারে এই প্রথম খেললেন রোমানসহ অন্যরা। রোমানের সেখানে দারুণ অভিজ্ঞতা হয়েছে, ‘প্রতিকূল পরিবেশে (বাতাস) কীভাবে খেলতে হয়, সেটা শিখেছি। দারুণ সময় কাটছে আমাদের। কাঁধের ব্যথা সামনের দিকে পুরোপুরি সেরে গেলে আশা করছি আবারও আগের ফর্মে ফিরে আসতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!