X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাসপোর্ট করার সময় রোহিঙ্গা নারীসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ১৮:৫৪আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৮:৫৪

নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুর পাসপোর্ট অফিসে মিথ্যা পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার সময় রোহিঙ্গা নারীসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৩ মার্চ) বিকালে র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হচ্ছে– মো. সুমন (৩২) ও রোহিঙ্গা নারী নুর তাজ (১৮)। এ সময় তাদের কাছ একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পাসপোর্টের আবেদনপত্র উদ্ধার করা হয়। আটক সুমন বরিশালের গৌরনদী উপজেলার বাসুদিপাড়া এবং নুর তাজ র্দীঘদিন ধরে ঢাকায় বসবাস করছিল।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর তাজ জানায়, সে কক্সবাজারের টেকনাফের বাস্তুচ্যুত রোহিঙ্গা ক্যাম্প থেকে তার সহযোগী পাসপোর্ট দালাল সুমনের সহায়তায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বিদেশে যাওয়ার জন্য পাসর্পোট করার জন্য আবেদন করে। তার বাবা-মা নেই। সে কক্সবাজারে বস্তুচ্যুত রোহিঙ্গা ক্যাম্পে পালক মা আনোয়ারা বেগমের কাছে থাকে। কিন্তু নুর তাজের সঙ্গে থাকা আলামত পর্যালোচনা ও অনুসন্ধানে দেখা যায়, তার বাবার নাম সাদিক। যিনি বর্তমানে অস্টেলিয়ায় থাকেন। তার মা শারমিন এবং দুই ভাই আনোয়ার হোসেন ও পরেশ সাদিকের সঙ্গে গত চার বছর ধরে ঢাকার মুগদা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তার আগে বেশ কয়েকবার তারা নারায়ণগঞ্জের জালকুড়িতে বসবাস করেছিলেন। সে রোহিঙ্গা হয়ে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে তার মায়ের নামে জাতীয় পরিচয়পত্র, ভাই আনোয়ার হোসেনের নামে পাসপোর্ট তৈরি করে। নুর তাজ ২০২০ সালের জন্মসনদ তৈরি করে তার মায়ের পরিচয়পত্র ব্যবহার করে পাসর্পোট তৈরির চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ মার্চ) নারায়ণগঞ্জ  আঞ্চলিক পার্সপোট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক সুমন ঢাকার মতিঝিলে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরির আড়ালে পাসপোর্ট, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র তৈরিতে সহায়তা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা